ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয়ের ধারা ধরে রাখতে চায় বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয়ের ধারাবাকিতা অব্যাহত রাখার লক্ষ্য নিয়ে আজ তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ চার ওয়ানডে সিরিজেই জয় পেয়েছে টাইগাররা। সেন্ট কিটসের বাসেটেরের ওয়ার্নার পার্কে সিরিজের প্রথম ওয়ানডে শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে।

টেস্ট সিরিজ দিয়ে এাবরের ওয়েস্ট ইন্ডিজ সফর শুরু করে বাংলাদেশ। প্রথম টেস্ট হারলেও, দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজ ১-১ সমতায় শেষ করে টাইগাররা। ২০০৯ সালের পর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে প্রথম টেস্ট ম্যাচ জয়ের স্বাদ পায় বাংলাদেশ। তবে পরিসংখ্যান অনুযায়ী ওয়ানডে ফরম্যাটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আধিপত্য বিস্তার করে খেলে বাংলাদেশ। সর্বশেষ চারটি দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজের সবগুলোতেই জিতেছে বাংলাদেশ। দু’টি ওয়েস্ট ইন্ডিজের মাটিতে এবং দু’টি ঘরের মাঠে। এরমধ্যে শেষ দুই সিরিজে ক্যারিবীয়দের হোয়াইটওয়াশ করে বাংলাদেশ। ২০২১ সালে ঘরের মাঠে এবং ২০২২ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে তিন ম্যাচের সিরিজ ৩-০ ব্যবধানে জিতেছিলো টাইগাররা।

সর্বশেষ ২০১৪ সালে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছিলো ওয়েস্ট ইন্ডিজ। ঘরের মাঠে তিন ম্যাচের সিরিজে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করেছিলো ক্যারিবীয়রা। এবার বাংলাদেশের বিপক্ষে সিরিজ জিততে না পারার বন্ধ্যাত্ব ঘোচানোর চ্যালেঞ্জ ওয়েস্ট ইন্ডিজের। এখন পর্যন্ত ওয়ানডে ফরম্যাটে ৪৪ বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। এর মধ্যে ২১টি করে ম্যাচ জিতেছে দু’দল। বাকি দু’টি ম্যাচ পরিত্যক্ত হয়। এবার সিরিজের প্রথম ম্যাচটি দু’দলের জন্য গুরুত্বপূর্ণ। কারণ এ ম্যাচ জিতলেই মুখোমুখি লড়াইয়ে এগিয়ে যাবে বিজয়ী দল।

Related articles

Comments

Share article

spot_img

Latest articles

Newsletter

Subscribe to stay updated.