ক্রীড়া প্রতিবেদক
কমনওয়েলথ গেমসে অংশ নিতে যুক্তরাস্ট্র থেকে যুক্তরাজ্যে গেছেন বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান। আগমী ২৮ জুলাই বার্মিংহামে শুরু হচ্ছে কমনওয়েথ গেমস। কমনওয়েথ গেমসে অংশ নেয়ার পর তুর্কিয়ের কোনিয়া শহরে ইসলামিক সলিডারিটি গেমসে অংশ নেবেন তিনি। যুক্তরাস্ট্রের ওরিগনে বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে অংশ নেন ইমরানুর রহমান।
ওরিগনের ইউজিন বিমান বন্দরে ইমরানুরকে বিদায় জানান বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সভাপতি নূর উদ্দিন চৌধুরী নয়ন এমপি ও সাধারণ সম্পাদক আবদুর রকিব মন্টু। কমনওয়েলথ গেমসে ইমরানুর রহমানের ভালো ফলাফলের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক আবদুর রকিব মন্টু।

যুক্তরাষ্ট্রের ওরিগনে বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে ১০০ মিটার স্প্রিন্টে আশা জাগিয়ে প্রাথমিক রাউন্ড থেকে দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নিয়েছিলেন ইমরানুর। কিন্তু কুঁচকির চোটের কারণে দ্বিতীয় রাউন্ডে দৌড়াতেই পারেননি তিনি। ওয়ার্মআপের সময় ইমরানুরের কুঁচকিতে হালকা টান পড়ে। এরপর চিকিৎসকের পরামর্শে তার না দৌড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। কারণ প্রতিযোগিতায় আবার অংশ নিলে বড় ইনজুরিতে পড়ার শঙ্কা ছিল। তবে সাধারণ সম্পাদক আবদুর রকিব মন্টু জানিয়েছেন ইমরান সুস্থ হয়ে উঠছেন। বার্মিংহাম গিয়ে কমনওয়েলথ গেমসের জন্য অনুশীলনও শুরু করবে সে।