ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ‘কমিটি ফর ওমেন্স ফুটবল’ এর চতুর্থ নিয়মিত সভা আজ দুপুরে অনলাইন ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চুয়ালী অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির চেয়ারপার্সন মাহফুজা আক্তার কিরণ। এছাড়াও উপস্থিত ছিলেন কমিটি ফর ওমেন্স এর সদস্যবৃন্দ এবং বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ।

আগামী ২০ থেকে ২৮ জুন মহিলা ফুটবলের ফিফা উইন্ডো রয়েছে। যে কোন দেশের সর্বোচ্চ দু’টি ম্যাচ খেলার সুযোগ রয়েছে। ফিফার এই উইন্ডো এবার কাজে লাগাচ্ছে বাফুফে। মালয়েশিয়ার মহিলা জাতীয় ফুটবল দলের সাথে দু’টি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। বাংলাদেশ সফরে আসবে মালয়েশিয়া। ম্যাচ দু’টি সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ‘কমিটি ফর ওমেন্স ফুটবল’ এর আজকের সভায় ম্যাচ দু’টি আয়োজনের প্রাথমিক সিদ্ধান্ত গৃহিত হয়।
সাধারণত ফিফা উইন্ডোতে এ ধরনের ম্যাচ কম খেলা হয় বাংলাদেশের মেয়েদের। তবে জুনের উইন্ডো কাজে লাগানোর কথা আগেই বলেছিলেন ফিফা কাউন্সিল মেম্বার এবং এএফসি ও বাফুফে কার্যনির্বাহী কমিটির সদস্য মাহফুজা আক্তার কিরণ। গত বছর উজবেকিস্তান যাওয়ার পথে নেপালের বিপক্ষে দু’টি প্রীতি ম্যাচ খেলেছিল বাংলাদেশ মহিলা জাতীয় ফুটবল দল। দু’টি ম্যাচই ছিল ফিফা টায়ার-১ এর।