ক্রীড়া প্রতিবেদক
কম্বোডিয়ার বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচ খেলতে বাংলাদেশ জাতীয় ফুটবল দল এখন কম্বোডিয়ায় অবস্থান করছে। সেখানে অনুশীলনে ব্যস্ত সময় কাটাচ্ছেন জামাল ভূইয়ারা। ২২ সেপ্টেম্বর কম্বোডিয়ার বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচ বাংলাদেশের। তার আগে ১৯ সেপ্টেম্বর কম্বোডিয়ার বিপক্ষেই একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।
ফিফা র্যাংকিংয়ে বাংলাদেশের চেয়ে ১৮ ধাপ এগিয়ে কম্বোডিয়া। তাদের আক্রমণভাগ শক্তিশালী বলছেন বাংলাদেশের গোলকিপার আশরাফুল ইসলাম রানা। তবে দুর্বল দিকও খুঁজে পেয়েছে বাংলাদেশ। আর সে অনুয়ায়ীই কাজ হচ্ছে অনুশীলনে।
মূল ম্যাচের আগে ১৯ সেপ্টেম্বর প্রস্তুতি ম্যাচ বেশ কাজে দেবে বলে জানিয়েছেন সহকারী কোচ হাসান আল মামুন। কম্বোডিয়ার বিপক্ষে ম্যাচের পর নেপালে গিয়ে ২৭ সেপ্টেম্বর নেপাল জাতীয় ফুটবল দলের সাথে আরেকটি ফিফা প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল।