ক্রীড়া প্রতিবেদক
শ্রীলংকার ওপেনার পাথুম নিশাঙ্কার অনবদ্য সেঞ্চুরিতে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের দ্বিতীয় দিন শেষে পিছিয়ে পড়ল সফরকারী বাংলাদেশ। প্রথম ইনিংসে বাংলাদেশের ২৪৭ রানের জবাবে ২ উইকেটে ২৯০ রান করেছে লংকানরা। ৮ উইকেট হাতে নিয়ে ৪৩ রানে এগিয়ে শ্রীলংকা। নিশাঙ্কা ১৪৬ রানে অপরাজিত আছেন।
নিজেদের ইনিংস শুরু করে দ্রুত রান তুলতে থাকেন শ্রীলংকার দুই ওপেনার নিশাঙ্কা ও লাহিরু উদারা। ৯ ওভারেই ৫৪ রান যোগ করেন তারা। রানের চাকা সচল থাকায় বিনা উইকেটে ৮৩ রান নিয়ে মধ্যাহ্ন-বিরতিতে যায় লংকনরা।
বিরতির পর বাংলাদেশকে উইকেট উপহার দেন স্পিনার তাইজুল। দলীয় ৮৮ রানে উদারার বিপক্ষে লেগ বিফোরের আবেদন করে বাংলাদেশ। তাতে আম্পায়ার সাড়া না দিলে রিভিউ নেয় বাংলাদেশ। তাতে সফলতা আসে টাইগারদের। ৪টি চারে ৪০ রান করে বিদায় নেন উদারা।
এরপর ১ উইকেটে ১৯০ রান তুলে চা-বিরতিতে যায় শ্রীলংকা। বিরতি থেকে ফিরে নাহিদ রানাকে বাউন্ডারি মেরে টেস্ট ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি তুলে নেন নিশাঙ্কা। প্রথম টেস্টেও সেঞ্চুরি করেছিলেন তিনি। অন্যপ্রান্তে সেঞ্চুরির পথে হাঁটতে থাকেন চান্ডিমাল। কিন্তু দিনের খেলা শেষ হবার ১৭ বল আগে এবং সেঞ্চুরি থেকে ৭ রান দূরে থাকতে আউট হন তিনি। স্পিনার নাঈম হাসানের বলে রিভার্স সুইপ খেলতে গিয়ে উইকেটরক্ষক লিটন দাসকে ক্যাচ দেন চান্ডিমাল। ১০টি চার ও ১টি ছক্কায় ১৫৩ বলে ৯৩ রান করেন এই ডান-হাতি ব্যাটার। নিশাঙ্কার সাথে ১৯৪ রানের জুটি গড়েন চান্ডিমাল।
নতুন ব্যাটার হিসেবে ক্রিজে এসে নিশাঙ্কাকে নিয়ে দিনের শেষ ভাগে আর কোন বিপদ হতে দেননি নাইটওয়াচম্যান প্রবাথ জয়সুরিয়া। ১৮ চারে ২৩৮ বলে নিশাঙ্কা ১৪৬ ও জয়সুরিয়া ৫ রানে অপরাজিত আছেন। তাইজুল ও নাইম ১টি করে উইকেট নিয়েছেন।