কানপুর টেস্টে চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

কানপুর টেস্টের প্রথম ইনিংসে টি-২০ গতিতে ব্যাটিং করেছে ভারত। মাত্র ৩৪.৪ ওভার ব্যাটিং করে ৯ উইকেটে ২৮৫ রান তুলে ইনিংস ঘোষণা করেছে তারা। বাংলাদেশ প্রথম ইনিংসের ২৩৩ রান শোধ করে প্রথম ইনিংসে ৫২ রানের লিড নেয় স্বাগতিকরা।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামা বাংলাদেশ শিবিরে দুই ধাক্কা দিয়েছেন রবিশচন্দন অশ্বিন। ১১ ওভারে ২ উইকেট হারিয়ে ২৬ রান তুলেছে বাংলাদেশ। ভারতের চেয়ে পিছিয়ে আছে ২৬ রানে। ওপেনার জাকির হাসান ১৫ বলে ১০ রান করে আউট হয়েছেন। নাইটওয়াচম্যান হাসান মাহমুদ ৪ করে আউট হয়েছেন। ৪০ বল খেলে ৭ রান করা সাদমান শেষ দিন দ্বিতীয় ইনিংস শুরু করবেন। তার সঙ্গী মুমিনুল হক। বাংলাদেশ ব্যাটারদের শেষ দিন অন্তত দুই সেশন ব্যাটিংয়ের চ্যালেঞ্জ জিততে হবে।

এর আগে ব্যাট করতে নেমে রোহিত শর্মা ও জশস্বী জয়সোয়াল ঝড়ো ব্যাটিং শুরু করেন। রোহিত ১১ বলে তিন ছক্কা ও এক চারে ২৩ রান করেন। জয়সোয়াল খেলেন ৫১ বলে ৭২ রানের দুর্দান্ত ইনিংস। ১২টি চার ও দুটি ছক্কা মারেন তিনি। পরে শুভমন গিল ৩৬ বলে ৩৯ রান ও বিরাট কোহলি ৩৫ বলে ৪৭ রানা করেন। কেএল রাহুল ৪৩ বরে ৬৮ রানের ঝড়ো ইনিংস দেখান। তিনি সাতটি চার ও দুটি ছক্কা হাঁকান। বাংলাদেশের হয়ে প্রথম ইনিংসে সাকিব ও মিরাজ ৪টি করে উইকেট তুলে নেন।

এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশের মুমিনুল হক ১০৭ রানের হার না মানা ইনিংস খেলেন। শান্ত ৩১ ও সাদমান ২৪ রানের ইনিংস খেলেন। ভারতের হয়ে প্রথম ইনিংসে বুমরাহ নেন ৩ উইকেট। ২টি করে উইকেট নেন সিরাজ, অশ্বিন ও দ্বীপ।

Related articles

Comments

Share article

Latest articles

Newsletter

Subscribe to stay updated.