কাভা কাপ: হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাংলাদেশকে হারিয়ে ফাইনালে তুর্কমেনিস্তান

ক্রীড়া প্রতিবেদক

সেন্ট্রাল এশিয়া ভলিবল অ্যাসোসিয়েশন কাভা কাপে স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে এক তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে জয় তুলে নিয়ে ফাইনাল নিশ্চিত করেছে তুর্কমেনিস্তান। মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে তুর্কমেনিস্তান ৩-২ সেটে বাংলাদেশকে পরাজিত করে। টুর্নামেন্টে নিজেদের অপরাজিত যাত্রা অব্যাহত রেখে তারা চার ম্যাচের সবকটিতেই জয় পেল। অন্যদিকে, টুর্নামেন্টে এই প্রথম হারের স্বাদ পেল বাংলাদেশ।

বাংলাদেশ এবং তুর্কমেনিস্তান উভয় দলই টুর্নামেন্টের প্রথম তিনটি ম্যাচে জয়লাভ করেছিল। নিজেদের শীর্ষস্থান ধরে রাখার লড়াইয়ে দুই দলই এই ম্যাচে দুর্দান্ত প্রচেষ্টা চালায়।

ম্যাচের প্রথম সেটেই ছিল রুদ্ধশ্বাস উত্তেজনা। একসময় বাংলাদেশ ২৪-২১ পয়েন্টে এগিয়ে থাকলেও, সেখান থেকে নাটকীয়ভাবে ঘুরে দাঁড়ায় তুর্কমেনিস্তান। ২৬-২৪ পয়েন্টের ব্যবধানে তারা প্রথম সেট জিতে নেয়।

তবে দ্বিতীয় সেটেই ঘুরে দাঁড়ায় স্বাগতিক বাংলাদেশ। ২৫-১৭ পয়েন্টে জয় পেয়ে সেটে সমতা ফেরায় তারা। এরপর তৃতীয় সেটে আবারো ম্যাচের নিয়ন্ত্রণ নেয় তুর্কমেনিস্তান, ২৫-২১ পয়েন্টে সেটটি জিতে তারা ২-১ সেটে এগিয়ে যায়। পিছিয়ে পড়েও দমে না গিয়ে বাংলাদেশ চতুর্থ সেটে অসাধারণ লড়াই করে এবং ২৫-২০ পয়েন্টে জয় তুলে নেয়। এতে ম্যাচটি গড়ায় পঞ্চম ও নির্ধারক সেটে।

পঞ্চম সেটেও ছিল চরম প্রতিদ্বন্দ্বিতা। দুই দলের পয়েন্ট যখন ১৩-১৩, তখন শ্বাসরুদ্ধকর উত্তেজনা বিরাজ করছিল। কিন্তু শেষ হাসি হেসেছে তুর্কমেনিস্তান। ১৬-১৪ পয়েন্টে বাংলাদেশকে পরাজিত করে তারা ফাইনালে নিজেদের স্থান পাকা করে নেয়।

ফাইনালে ওঠার জন্য বাংলাদেশকে এখন অপেক্ষা করতে হবে আগামীকাল পর্যন্ত। রাউন্ড রবিন লীগের শেষ ম্যাচে বাংলাদেশ আগামীকাল মুখোমুখি হবে আফগানিস্তানের। বর্তমানে শ্রীলঙ্কা ও আফগানিস্তান উভয় দলই দুটি করে ম্যাচ জিতেছে। অন্যদিকে, আগামীকাল শ্রীলঙ্কা খেলবে নেপালের বিপক্ষে।

Related articles

Comments

Share article

Latest articles

Newsletter

Subscribe to stay updated.