কার ঘরে যাচ্ছে শিরোপা ? পিএসজি না চেলসি

ক্রীড়া প্রতিবেদক

প্রথমবারের মত অনুষ্ঠিত বর্ধিত কলেবরের ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে আজ রাতে মুখোমুখি হচ্ছে পিএসজি ও চেলসি। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের বিজয়ী অপ্রতিরোধ্য পিএসজিকে মৌসুমের শেষ সাফল্য থেকে বিরত রাখতে হলে যেকোন মূল্যে এই ম্যাচে ইংলিশ জায়ান্ট চেলসিকে জয়ী হতে হবে।

মে মাসের শেষে মিউনিখে ইন্টার মিলানকে ফাইনালে ৫-০ গোলে বিধ্বস্ত করে প্রথমবারের মত ইউরোপীয়ান চ্যাম্পিয়নশীপের শিরোপা জয় করে পিএসজি। সেই অনুভূতিকে পুঁজি করে যুক্তরাষ্ট্রে ক্লাব বিশ্বকাপে খেলতে এসে ফাইনালের টিকেট পায় প্যারিসের জায়ান্টরা। ফাইনালে চেলসির বিপক্ষে ফেবারিটের তকমা নিয়েই মাঠে নামবে ফরাসি চ্যাম্পিয়নরা।

গ্রুপ পর্বে লুইস এনরিকের দল এ্যাথলেটিকো মাদ্রিদকে চার গোল দিয়েছিল। এরপর শেষ ষোলতে লিওনেল মেসির ইন্টার মিয়ামিকে দেয় আরো চার গোল। কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখের বিপক্ষেও নিজেদের শক্তিমত্তার প্রমান দিয়েছে পিএসজি। শেষ চারে সাবেক তারকা কিলিয়ান এমবাপ্পের রিয়াল মাদ্রিদকেও ৪-০ গোলে উড়িয়ে দিয়ে ফাইনালে উঠেছে এনরিকের দল।

ফরাশি জায়ান্টরা এখন এক অভাবনীয় অর্জনের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে। ক্লাব বিশ্বকাপের শিরোপা জিততে পারলে ২০২৪/২৫ মৌসুমে সবগুলো শিরোপা ঘরে তোলার কৃতিত্ব দেখাবে পিএসজি। ফরাশি লিগ ওয়ান ও ইউরোপীয়ান শিরোপার পাশাপাশি এখন বিশ্ব শিরোপার দ্বারপ্রান্তে রয়েছে তারা।

নিউ জার্সির সাড়ে ৮২ হাজার ধারণক্ষমতা সম্পন্ন মেটলাইফ স্টেডিয়ামে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ম্যাচটি উপভোগ করতে স্টেডিয়ামে আসার কথা রয়েছে। ফিফা বিশ্বকাপ জিতে ২০২২ সাল আর্জেন্টিনা প্রাইজমানি হিসেবে পেয়েছিল ৪২ মিলিয়ন মার্কিন ডলার। ফিফা ক্লাব বিশ্বকাপের চ্যাম্পিয়নদের জন্য বরাদ্দ এর তিনগুণেরও বেশি। ১ বিলিয়ন প্রাইজমানির টুর্নামেন্টে চ্যাম্পিয়নদের জন্য রাখা হয়েছে ১২৫ মিলিয়ন মার্কিন ডলার।

Related articles

Comments

Share article

Latest articles

Newsletter

Subscribe to stay updated.