ক্রীড়া প্রতিবেদক
বার্মিংহাম, ইংল্যান্ড থেকে
বার্মিংহাম কমনওয়েলথ গেমসে ট্র্যাক এন্ড ফিল্ড ইভেন্ট শেষ করেছে বাংলাদেশ। হতাশার মধ্য দিয়েই খেলা শেষ করেছে বাংলাদেশের অ্যাথলেটরা। আজ ছেলেদের ২০০ মিটার ও মেয়েদের হাই জাম্পে খেলা ছিল বাংলাদেশের।
২০০ মিটার স্প্রিন্টে তিন নাম্বার হিটে দৌড়েছেন বাংলাদেশের রকিবুল হাসান। তিন নাম্বার হিটে আট জনের মধ্যে সপ্তম হয়েছেন তিনি। আর সব মিলের ৫৭ জনের মধ্যে ৪৯তম হয়েছেন রকিবুল। তিনি সময় নিয়েছেন ২২.৪৬ সেকেন্ড। ২০.৩০ সেকেন্ড সময় নিয়ে প্রথম হয়েছেন ইংল্যান্ডের জার্নেল। দেশ থেকে ইংল্যান্ডের আসার পরই করোনায় আক্রান্ত হয়েছিলেন রকিবুল। শেষ পর্যন্ত সুস্থ হয়ে দৌড়ে অংশ নিতে পারাকেই স্বস্তির বলছেন রকিবুল।
এদিকে মেয়েদের হাই জাম্পে ১৮ জনের মধ্যে ১৮তম হয়েছেন বাংলাদেশের উম্মে হাফসা রুমকি। রুমকি এক দশমিক ছয় ছয় মিটার উচ্চতায় লাফালেও পরের চেষ্টায় আর পারেন নি। এক দশমিক সাত এক মিটার উচ্চতায় লাফাতে গিয়ে তিনবারই ব্যর্থ হয়েছেন। এক দশমিক আট এক মিটার উচ্চতা লাফিয়ে বাছাইয়ে প্রথম হয়েছেন নাইজেরিয়ার সিমবিয়াত।