কোপা আমেরিকার জন্য ব্রাজিল দল ঘোষণা

ক্রীড়া প্রতিবেদক

আসন্ন কোপা আমেরিকার জন্য ২৩ সদস্যের দল ঘোষনা করেছেন ব্রাজিলের কোচ ডোরিভাল জুনিয়র। দলে রাখা হয়নি নেইমারকে। গত অক্টোবরে জাতীয় দলের দায়িত্ব পালনের সময় হাঁটুর গুরুতর ইনজুরির কারনে নেইমার মাঠের বাইরে রয়েছেন। রিয়াল মাদ্রিদের দুই ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র ও রডরিগো উভয়ই দলে জায়গা পেয়েছেন। আগামী ২০ জুন থেকে ১৪ জুলাই পর্যন্ত অনুষ্ঠিতব্য এই টুর্ণামেন্টে একমাত্র নতুন মুখ হিসেবে ডাক পেয়েছেন এফসি পোর্তোর এ্যাটাকার এভানিলসন।

ম্যানচেস্টার ইউনাইটেড মিডফিল্ডার কাসেমিরো ও অভিজ্ঞ ডিফেন্ডার থিয়াগো সিলভা দল থেকে বাদ পড়েছেন। এ মৌসুম শেষে চেলসি ছেড়ে ঘরের ক্লাব ফ্লুমিনেন্সে যোগ দেবার ঘোষনা দিয়েছেন সিলভা।

১৭ বছর বয়সী এনড্রিক আগামী জুলাইয়ে পালমেইরাস থেকে রিয়াল মাদ্রিদে যোগ দিতে যাচ্ছেন। জিরোনা থেকে ফরোয়ার্ড সাভিও ও তার ক্লাব সতীর্থ ইয়ান কুটোকেও দলে রেখেছেন ডোরিভাল।

২০২১ সালে চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে হারিয়ে ঘরের মাঠে কোপা আমেরিকা শিরোপা জয় করেছিল ব্রাজিল। এবারের আসরে গ্রুপ ডি’তে তাদের প্রতিপক্ষ কলম্বিয়া, প্যারাগুয়ে ও কোস্টারিকা। আগামী ২৪ জুন আসর শুরু করার আগে মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে ব্রাজিল।

স্কোয়াড :

গোলরক্ষক : এ্যালিসন, বেনটো, এডারসন

ডিফেন্ডার : ডানিলো, ইয়ান কুটো, গুইলহারমে আরানা, ওয়েনডেল, লুকাস বেরালডো, এডার মিলিটাও, গাব্রিয়েল মাগালহেস, মারকুইনহোস

মিডফিল্ডার : আন্দ্রেস পেরেইরা, ব্রুনো গুইমারায়েস, ডগলাস লুইজ, হুয়াও গোমেজ, লুকাস পাকুয়েটা

ফরোয়ার্ড : ভিনিসিয়াস জুনিয়র, রডরিগো, এনড্রিক, গাব্রিয়েল মার্টিনেলি, রাফিনহা, সাভিও

Related articles

Comments

Share article

Latest articles

Newsletter

Subscribe to stay updated.