কোহলির রেকর্ডের দিনে দক্ষিণ আফ্রিকাকে ২৪৩ রানে হারালো ভারত

ক্রীড়া প্রতিবেদক

নিজের ৩৫তম জন্মদিনে শচীন টেন্ডুলকারের ৪৯ তম ওয়ানডে সেঞ্চুরির রেকর্ড স্পর্শ করলেন বিরাট কোহলি। এদিকে বিশ্বকাপ জয়ে নিজেদের দাবি আরও জোরালো করলো ভারত। দুই হ্যাভিওয়েটের লড়াইয়ে বিশাল জয় পেয়েছে রোহিত শর্মারা। দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে ২৪৩ রানে। এর ফলে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করলো ভারত। আট ম্যাচের সবগুলোতেই জয় পেল তারা। ম্যাচ হারলেও টেবিলের দ্বিতীয় স্থানেই আছে দক্ষিণ আফ্রিকা। এবারের বিশ্বকাপে এটি প্রোটিয়াদের দ্বিতীয় পরাজয়।

আজকের ম্যাচে দক্ষিণ আফ্রিকার পারফরম্যান্সের পর একটা বিষয় অনেকটাই পরিষ্কার। প্রথমে ব্যাট করলে দক্ষিণ আফ্রিকা রাজা। আর পরে ব্যাট করলে হতশ্রী চেহারা বেরিয়ে আসে প্রোটিয়াদের। এবারের বিশ্বকাপে প্রতিটি ম্যাচেই এই নিদর্শন রেখে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা। যে তিন ম্যাচে পরে ব্যাট করেছে দক্ষিণ আফ্রিকা তার দু’টিতেই হেরেছে। পরে ব্যাট করে নেদারল্যান্ডসের কাছেও ৩৮ রানে হারতে হয়েছে তাদের।

পাকিস্তানের বিপক্ষে পরে ব্যাট করে জয় পেয়েছে কোন মতে। শ্বাসরুদ্ধকর ম্যাচে হারতে বসা দক্ষিণ আফ্রিকা পাকিস্তানকে হারায় ১ উইকেটে। প্রথমে ব্যাট করে টানা আট ইনিংসে তিনশো’র উপর রান আছে দক্ষিণ আফ্রিকার। এই রেকর্ড নেই আর কোন দলের।

দক্ষিণ আফ্রিকার এই অবস্থা দেখে আজ টস জিতে ব্যাটিং নিতে একটুও ভাবেনি ভারত। অধিনায়ক রোহিত শর্মা দারুণ ফর্মে আছেন। যার নমুনা দেখা গেল এই ম্যাচেও। যদিও ইনিংস লম্বা করতে পারেন নি তিনি। ২৪ বলে ৪০ রান করেছেন রোহিত শর্মা। আর তাতেই উড়ন্ত সূচনা পায় ভারত। এরপর বিরাট কোহলির রেকর্ড সেঞ্চুরি ও শ্রেয়াস আয়ারের হাফ সেঞ্চুরিতে বড় সংগ্রহ পায় ভারত।

ওয়ানডে ক্যারিয়ারের ৪৯তম সেঞ্চুরি করেন কোহলি। এর মধ্য দিয়ে কিংবদন্তী শচীন টেন্ডুলকারের রেকর্ড স্পর্শ করেন তিনি। শেষ পর্যন্ত ১২১ বলে ১০১ রানে অপরাজিত ছিলেন কোহলি। শ্রেয়াস আয়ার ৭৭ রান করে আউট হয়েছেন। শেষ দিকে সূর্যকুমার যাদবের ১৪ বলে ২২ রান ও রবিন্দ্র জাদেজার ১৫ বলে ২৯ রানে ৫ উইকেটে ৩২৬ রান করে ভারত।

দক্ষিণ আফ্রিকার ফর্মে থাকা ব্যাটাররা আজ দাঁড়াতেই পারেনি ভারতের বোলারদের সামনে। বড় পরাজয়ের লজ্জা পেয়েছে প্রোটিয়ারা। তিন অঙ্কের ঘরও ছুঁতে পারেনি। ২৭ ওভার ১ বলে মাত্র ৮৩ রানে গুটিয়ে গেছে দক্ষিণ আফ্রিকার ইনিংস। সাত ব্যাটার দুই অঙ্কের ঘরে পৌছাতে পারেন নি। দলের সর্বোচ্চ রান ১৪। যা মার্কো জানসেনের ব্যাট থেকে এসেছে। মূলত ভারতের স্পিনেই খেই হারিয়ে ফেলে প্রাটিয়াস ব্যাটাররা। রবিন্দ্র জাদেজা ৩৩ রানে নিয়েছেন ৫ উইকেট। ২টি করে উইকেট পেয়েছেন কুলদ্বীপ যাদব ও মোহাম্মদ শামী।

 

Related articles

Comments

Share article

Latest articles

Newsletter

Subscribe to stay updated.