ক্রীড়া প্রতিবেদক
স্বাধীনতা কাপ ফুটবলের ডি গ্রুপে বসুন্ধরা কিংসের কাছে ৩-০ গোলে হেরেছে চট্টগ্রাম আবাহনী। এর ফলে কপাল খুলেছে পুলিশ এফসির। চট্টগ্রাম আবাহনীকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে পৌছে গেছে পুলিশ এফসি। বসু্ন্ধরা কিংসের হয়ে গোল করেছেন ব্রাজিলিয়ান রবসন রবিনহো, মোহাম্মদ ইব্রাহিম ও মতিন মিয়া।
এর আগে দিনের প্রথম ম্যাচে পুলিশ এফসি ও নৌবাহিনীর ম্যাচে কেউ জয় পায়নি। দু’দলের ম্যাচ ১-১ গোলে ড্র হয়। কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে পুলিশ ও নৌবাহিনীর ম্যাচ প্রথমার্ধ ছিল গোলশুন্য। তবে দ্বিতীয়ার্ধে শুরুর দিকেই ম্যাচে এগিয়ে যায় পুলিশ এফসি। ৫২ মিনিটে লিড নেয় পুলিশ। গোল করেন বাবলু। শাহেদ ও বাবলুর যৌথ প্রচেস্টায় নোবাহিনীর বিপক্ষে এগিয়ে যায় পুলিশ ফুটবল দল।
তবে ৭৩ মিনিটে ম্যাচে সমতা আনে নৌবাহিনী। এই গোলের পেছনে অবশ্য পুলিশের ডিফেন্সের দায় রয়েছে। ফ্রি কিক থেকে জাহিদ হোসেন আস্তে করেই গ্রাউন্ড শট নেন। সেই বল থামানোর কোন চেষ্টাই যেন ছিল না পুলিশের কারও। দেখতে দেখতেই গোল পেয়ে যায় নৌবাহিনী। শেষ পর্যন্ত আর কেউ জালের ঠিকানা খুজে না পেলে ১-১ গোলের ড্রয়ে শেষ হয় ম্যাচ।