ক্রীড়া প্রতিবেদক
এশিয়া কাপের আসর বসছে আগামী মঙ্গলবার, সংযুক্ত আরব আমিরাতে। এর আগে ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো প্রকাশ করেছে এশিয়ার সেরা টি টোয়েন্টি একাদশ। যেখানে বাংলাদেশ থেকে জায়গা পেয়েছেন কেবলমাত্র সাকিব আল হাসান।
বিশেষজ্ঞদের তৈরি এই দলে স্পিন অলরাউন্ডার হিসেবে সাকিবের সঙ্গী পাকিস্তানের সাবেক তারকা শহিদ আফ্রিদি। ভারত থেকে জায়গা পেয়েছেন সর্বোচ্চ চারজন ক্রিকেটার, শ্রীলঙ্কা থেকে তিনজন, পাকিস্তান থেকে দুইজন এবং আফগানিস্তান থেকে একজন।
দলের ওপেনার হিসেবে রাখা হয়েছে শ্রীলঙ্কার কিংবদন্তি সনাৎ জয়সুরিয়া ও মাহেলা জয়বর্ধনেকে। তিন নম্বরে ভারতের ব্যাটিং আইকন বিরাট কোহলি, চার নম্বরে আধুনিক টি-টোয়েন্টি তারকা সুর্যকুমার যাদব। পাঁচ নম্বরে আছেন অধিনায়ক ও উইকেটরক্ষক মহেন্দ্র সিং ধোনি। এরপর ছয় নম্বরে বাংলাদেশ অলরাউন্ডার সাকিব আল হাসান। তার পরেই শহিদ আফ্রিদি এবং আট নম্বরে আফগানিস্তানের তারকা স্পিনার রশিদ খান।
পেস আক্রমণে থাকছেন পাকিস্তানের উমর গুল, ভারতের জাসপ্রিত বুমরাহ ও শ্রীলঙ্কার কিংবদন্তি লাসিথ মালিঙ্গা। দ্বাদশ ব্যক্তি হিসেবে দলে রাখা হয়েছে পাকিস্তানের অফস্পিনার সাঈদ আজমলকে।