ক্রীড়া উপদেষ্টার সাথে পিসিবি চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ

ক্রীড়া প্রতিবেদক

অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী এবং পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এর চেয়ারম্যান সৈয়দ মহসিন রাজা নাকভী। আজ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে উপদেষ্টার নিজ অফিসকক্ষে এই সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়।

খেলাধুলা যে কোনো দেশের মধ্যে সম্পর্কের উন্নয়ন করতে পারে উল্লেখ করে উপদেষ্টা বলেন, ক্রীড়াক্ষেত্রে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে অনেক সহযোগিতার সুযোগ রয়েছে। দুই দেশের মধ্যে ক্রিকেট, হকি, এবং কাবাডি খেলায় পরস্পরের মধ্যে আইডিয়া শেয়ার করা যেতে পারে।

বৈঠকের শুরুতে মহসিন রাজা নাকভি রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান দুর্ঘটনায় হতাহতের প্রতি পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন।

এ সময় পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ক্রীড়া উপদেষ্টাকে পাকিস্তানে ভ্রমণের আমন্ত্রণ জানিয়ে বলেন, আমরা দুই দেশের মধ্যে যুব উন্নয়ন কর্মসূচিকে এগিয়ে নিতে আগ্রহী। হকি, কাবাডি এবং ক্রিকেট খেলার উন্নয়নে একসাথে কাজ করতে চাই এবং অতি শিগগিরই এই তিনটি খেলার উন্নয়নে দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করা হবে বলে তিনি জানান।

Related articles

Comments

Share article

Latest articles

Newsletter

Subscribe to stay updated.