ক্রীড়া প্রতিবেদক
ক্লাব বিশ্বকাপের নক আউট পর্বে লিওনেল মেসির ইন্টার মায়ামিকে ৪-০ গোলে হারিয়েছে পিএসজি। চ্যাম্পিয়ন্স লিগ জয়ী দলটি টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে পা রেখেছে।
রোববার রাতে মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধেই ৪-০ গোলের লিড নেয় পিএসজি। এর মধ্যে ৬ ও ৩৯ মিনিটে গোল করেন পর্তুগিজ মিডফিল্ডার জোয়ও নেভেস। তার গোলে ম্যাচের নিয়ন্ত্রণ হাতে নেয় লুইস এনরিকের দল।
এরপর প্রথমার্ধের শেষ সময়ে আরও দুই গোল হজম করে মেসিদের মায়ামি। এর মধ্যে ৪৪ মিনিটের গোলটি পিএসজি পায় আত্মঘাতী থেকে। প্রথমার্ধের যোগ করা সময়ে চতুর্থ গোলটি করেন আশরাফ হাকিমি।
দ্বিতীয়ার্ধে পাঁচ বদলি নামিয়ে শুরু করে পিএসজি। মাঠে নামেন উসমান ডেম্বেলে ও জাইরি এমেরি। তারা গোলেন সুযোগ তৈরি করলেও জালে বল পাঠাতে পারেননি।