গেইল ও বোল্টের পর টি-টোয়েন্টি বিশ্বকাপের শুভেচ্ছা দূত যুবরাজ

ক্রীড়া প্রতিবেদক

ওয়েস্ট ইন্ডিজের বিধ্বংসী ব্যাটার ক্রিস গেইল ও জ্যামাইকান স্প্রিন্টার আটবার অলিম্পিক স্বর্ণজয়ী কিংবদন্তি উসাইন বোল্টের পর আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের শুভেচ্ছা দূত হিসেবে ভারতের সাবেক ক্রিকেটার যুবরাজ সিংয়ের নাম ঘোষনা করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আগামী জুনে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের শুভেচ্ছা দূত হতে পেরে রোমাঞ্চিত ভারতের বিশ্বকাপজয়ী সদস্য যুবরাজ।

২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরে চ্যাম্পিয়ন হয় ভারত। ঐ আসরে গ্রুপ পর্বে ইংল্যান্ডের বিপক্ষে ১৬ বলে ৫৮ রানের ইনিংস খেলার পথে প্রতিপক্ষের পেসার স্ট্রয়ার্ট ব্রডের এক ওভারে ছয় ছক্কা হাকান যুবরাজ। ইনিংসে ১২ বলে টি-টোয়েন্টিতে দ্রুততম হাফ-সেঞ্চুরির রেকর্ড গড়েছিলেন তিনি।

বিশ্বকাপের শুভেচ্ছা দূত হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরে এক ওভারে ছয় ছক্কা মারার স্মৃতি তুলে ধরেন যুবরাজ। তিনি বলেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপ আমার জীবনে কিছু সুখ স্মৃতি আছে। এর মধ্যে এক ওভারে ছয়টি ছক্কা মারার ঘটনাও রয়েছে। আগামী আসরের অংশ হতে পেরে খুবই রোমাঞ্চিত।’ যুক্তরাষ্ট্র প্রথমবারের মত ক্রিকেট বিশ্বকাপের আয়োজক হলেও, দ্বিতীয়বারের মত টি-টোয়েন্টি বিশ্বকাপের মেগা ইভেন্ট আয়োজন করবে ওয়েস্ট ইন্ডিজ। এ ব্যাপারে যুবরাজ বলেন, ‘ক্রিকেট খেলার জন্য ওয়েস্ট ইন্ডিজ দারুন এক জায়গা। সেখানকার দর্শকরা মাঠে বিশ্বের অন্যান্য দেশের চেয়ে সম্পূর্ণ আলাদা আবহ তৈরি করে। যুক্তরাষ্ট্র ক্রিকেটেরও প্রসার হচ্ছে এবং আমি টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রসারের অংশ হতে পেরে উচ্ছ্বসিত।’

Related articles

Comments

Share article

Latest articles

Newsletter

Subscribe to stay updated.