মোঃ শফিকুল আলম
গোল উৎসবে বাংলাদেশ প্রিমিয়ার লিগে নিজেদের শততম ম্যাচ রাঙালো বসুন্ধরা কিংস। ব্রাদার্স ইউনিয়নকে ৭-১ গোলে উড়িয়ে প্রিমিয়ার লিগে পঞ্চম শিরোপা জয়ের পথে এগিয়ে গেল কিংসরা। দশ ম্যাচ শেষে ২৫ পয়েন্ট নিয়ে সবার উপরে এখন বসুন্ধরা কিংস। ২০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে মোহামেডান ও ১৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে ঢাকা আবাহনী। প্রিমিয়ার লিগের এই ১০০ ম্যাচে দুর্দান্ত রেকর্ড বসুন্ধরা কিংসের। ৮৫ টি ম্যাচ জিতেছে তারা। হেরেছে মাত্র পাঁচটিতে। বাকি দশটি ম্যাচ হয়েছে ড্র।
ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ লীগের শততম ম্যাচ যে কোনো দলের কাছেই বিশেষ কিছু। বিশেষ ম্যাচেই প্রতিপক্ষকে নিয়ে ছেলে খেলায় মেতে উঠল বসুন্ধরা কিংস। রাজশাহীর মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে ২০ মিনিটে বসুন্ধরার গোল উৎসবের শুরুটা করেন সাদ উদ্দিন। ৩০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রবসন। ৩৭ মিনিটে স্কোর লাইন ৩-০ করেন মিগেল ফিগেরা। বিরতিতে যাওয়ার আগে বসুন্ধরা আরও এক গোল দিয়েছে ব্রাদার্সের জালে। ৪১ মিনিটে গোল করেন এমফোন উদো। তবে বসুন্ধরার গোল উৎসবের মাঝেও এক গোল শোধ করেছে ব্রাদার্স ইউনিয়ন। প্রথমার্ধের ইনজুরি টাইমে সান্তনা সূচক গোলটি করেন এলিটা কিংসলে।
দ্বিতীয়ার্ধে আরো তিন গোল দিয়েছে বসুন্ধরা কিংস। ৫১ মিনিটে বসুন্ধরার পঞ্চম গোলটি করেন মোঃ সোহেল রানা। ৫৮ মিনিটে ম্যাচে নিজের দ্বিতীয় গোল করেন মিগেল ফিগেরা। মিগেলের মত দ্বিতীয় গোল পেয়েছেন এমফোনও। ৬৯ মিনিটে বসুন্ধরার সপ্তম গোলটি করেন তিনি। এরপর ম্যাচের বাকিটা সময়ে আর কোন গোল না হলে ৭-১ গোলের জয় নিয়ে প্রিমিয়ার লিগে নিজেদের শততম ম্যাচ শেষ করে বসুন্ধরা কিংস।