ক্রীড়া প্রতিবেদক
গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে স্বাধীনতা কাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে গেল শেখ রাসেল ক্রীড়া চক্র। বি গ্রুপের শেষ ম্যাচে শেখ রাসেল ১-১ গোলে ড্র করেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সাথে। আগের ম্যাচে উত্তর বারিধারা ও বিমান বাহিনীর ম্যাচ ১-১ গোলে ড্র হওয়ায় কোয়ার্টার ফাইনালে শেখ রাসেলের সঙ্গী হয় শেখ জামালও। লড়াইটা ছিল গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার। শেষ পর্যন্ত ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে শেখ রাসেল। আর ৫ পয়েন্ট নিয়ে রানার্স আপ শেখ জামাল।
কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকে শেখ জামালকে কোন রকম সুযোগ না দিয়ে আক্রমণে যেতে থাকে শেখ রাসেল। ম্যাচের ২ মিনিটে গোলের ভালো সুযোগ নষ্ট করেন শেখ রাসেলের জুয়েল। একদম ফাকা পোস্ট পেয়েও বল জালে জড়াতে পারেন নি। ৬ মিনিটে হাবিবুর রহমান সোহাগ দারুণ বল দিয়েছিলেন গোলমুখে থাকা শেখ রাসেলের মান্নাফ রাব্বীকে। শট নিতে গিয়ে খেই হারিয়ে ফেলেন রাব্বি।
শেখ জামাল কোন আক্রমণ করতে না পারলেও ম্যাচে প্রথম লিড নেয় তারাই। ২৭ মিনিটে দেখার মতো এক গোল করেন শাহিন মিয়া। প্রায় ২৫ গজ দূর থেকে বাকানো শটে রাসেলের জালে বল জড়ান তিনি। গোলকিপার আশরাফুল রানা ঝাপিয়েও কিছুই করতে পারেন নি।
তবে জামাল এই লিড দুই মিনিটও ধরে রাখতে পারেনি। শেখ রাসেলের অধিনায়ক পর্তুগিজ ফরোয়ার্ড ইসমাইল রুতির গোলে ম্যাচে সমতা আনে শেখ রাসেল কেসি। ৪১ মিনিটে যে সুযোগ মিস করেছেন শেখ রাসেলের এইলটন মাসাদো, তা অবাক করেছে মাঠে উপস্থিত সবাইকে। গোলকিপারের মাথার উপর দিয়ে বল নিয়ে একদম ফাকা পোস্টেও বল জালে জড়াতে পারেন নি তিনি। দ্বিতীয়ার্ধে বলার মতো কোন আক্রমণ করতে পারেনি কেউ। তাই ১-১ গোলেরর ড্রয়ে শেষ হয় খেলা।