ক্রীড়া প্রতিবেদক
ফেডারেশন কাপ ফুটবলে গ্রুপ পর্বের শেষ ম্যাচে জয় পেয়েছে সাইফ স্পোর্টিং ক্লাব লিমিটেড। চট্টগ্রাম আবাহনীকে তারা হারিয়েছে ২-১ গোলে। এর আগে দিনের প্রথম ম্যাচে শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও রহমতগঞ্জের ম্যাচ ১-১ গোলে ড্র থাকার পর গ্রুপ চ্যাম্পিয়ন নির্ধারিত হয় টাইব্রেকারে। সেখানে শেখ জামাল ৫-৪ গোলে রহমতগঞ্জকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়।
কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় সাইফ স্পোর্টিং ক্লাব লিমিটেড ও চট্টগ্রাম আবাহনী। প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে যায় সাইফ স্পোর্টিং ক্লাব। ২৫ মিনিটে গোল করেন মারাজ। ৪ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন গফুরোভ। বিরতি থেকে ফিরে এক গোল পরিশোধ করে চট্টগ্রাম আবাহনী। তার আগে অবশ্য ১০ জনের দলে পরিণত হয় সাইফ স্পোর্টিং। সাখাওয়াত রনিকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন রিয়াদুল হাসান রাফি। এরপর ৮৪ মিনিটে দুর্দান্ত এক গোল করেন আরিফুর। কিন্তু পরাজয় এড়াতে পারেনি চট্টগ্রাম আবাহনী। ফলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ আটে নাম লেখায় সাইফ স্পোর্টিং ক্লাব।
এই ম্যাচের পর চূড়ান্ত হয়েছে ফেডারেশন কাপের কোয়ার্টার ফাইনাল লাইনআপ। ২ জানুয়ারি প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে মোহামেডান ও চট্টগ্রাম আবাহনী। এরপর দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচে সাইফ স্পোর্টিং ক্লাবের প্রতিপক্ষ স্বাধীনতা ক্রীড়া সংঘ। পরদিন তৃতীয় কোয়ার্টার ফাইনালে শেখ রাসেল খেলবে রহমতগঞ্জের বিপক্ষে। আর শেষ কোয়ার্টার ফাইনাল ম্যাচে শেখ জামাল প্রতিপক্ষ ঢাকা আবাহনী।