ক্রীড়া প্রতিবেদক
ঘরের মাঠে আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো বিশ্বকাপ কোয়ালিফায়ার খেলতে নামবেন প্রিয় তারকা মেসি। আগামীকাল শুক্রবার ভোর ৫টায় ভেনেজুয়েলার বিপক্ষে লাতিন আমেরিকা বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলতে নামবে আর্জেন্টিনা। ম্যাচটি অনুষ্ঠিত হবে আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আইরেসের এস্তাদিও মনুমেন্টাল স্টেডিয়ামে।
মেসি আগেই জানিয়ে দিয়েছেন, এ ম্যাচই হবে ঘরের মাঠে বিশ্বকাপ বাছাইয়ে তার শেষ ম্যাচ। যে কারণে ম্যাচটি স্টেডিয়ামে বসেই উপভোগ করবেন আর্জেন্টাইন জাদুকরের পুরো পরিবার।
আর্জেন্টিনা ইতিমধ্যেই ২০২৬ বিশ্বকাপে কোয়ালিফাই করে ফেলেছে। বর্তমানে ১৬ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে আলবিসেলেস্তারা। সমান ম্যাচ খেলেও অনেকটা পিছিয়ে, ২৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ইকুয়েডর। শুক্রবারের ম্যাচে বরাবরের মতোই ফেবারিট আর্জেন্টিনা। ঘরের মাঠে সর্বশেষ পাঁচ ম্যাচের চারটিতেই জিতেছে আলবিলেস্তারা।