ক্রীড়া প্রতিবেদক
আগামীকাল থেকে চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত কোরিয়ান ইপিজেডে ২০ দিনের এক্সক্লুসিভ ক্যাম্প শুরু হচ্ছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল ও অনূর্ধ্ব ২০ নারী ফুটবল দলের। আজ দুপুরে বাফুফে ভবন থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয় বাংলাদেশ দলের মেয়েরা। আগামী বছর মার্চে অস্ট্রেলিয়ায় নারী এশিয়ান কাপ ও এপ্রিলে থাইল্যান্ডে অনূর্ধ্ব ২০ নারী এশিয়ান কাপে খেলবে বাংলাদেশ দল। তারই প্রস্তুতির জন্য এই বিশেষ ক্যাম্পের আয়োজন করেছে বাফুফে। মেয়েদের কোরিয়ান ইপিজেডে এই ক্যাম্পের জন্য কোন অর্থ ব্যয় করতে হচ্ছে না বাফুফেকে। ক্যাম্পে ৪৩ জনকে ডাকলেও শুরু থেকে সবাইকে পাচ্ছেন না কোচ পিটার বাটলার।
এদিকে জাপানে বাংলাদেশ নারী দলের ক্যাম্প করার কথা থাকলেও সেটি বাতিল হয়েছে বলে জানিয়েছেন বাফুফের নারী ফুটবল কমিটির চেয়ারপারসন মাহফুজ আক্তার কিরণ। কারণ জাপান যে সময়ে ক্যাম্প করার প্রস্তাব দিয়েছে সে সময় ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ দল।
বাফুফের নারী ফুটবল কমিটির চেয়ারপারসন মাহফুজ আক্তার কিরণ জানিয়েছেন পরিকল্পনা থাকলেও অনেক সময় সব কিছুর বাস্তবায়ন করা সম্ভব হয় না। তবে মেয়েদের প্রস্তুতিতে বাফুফের প্রেসিডেন্টের কাছ থেকে আর্থিক নিশ্চয়তা পেয়েছেন তিনি।

