ক্রীড়া প্রতিবেদক
গ্রুপ পর্বে তিন ম্যাচের সবক’টি জিতে ফেডারেশন কাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে গেল বসুন্ধরা কিংস। গ্রুপের শেষ ম্যাচে বসুন্ধরা আজ ২-০ গোলে হারিয়েছে চট্টগ্রাম আবাহনীকে।
ঘরোয়া ফুটবলে নিজেদের দাপট এই মৌসুমেও ধরে রেখেছে বসুন্ধরা। প্রিমিয়ার লিগে পয়েন্ট টেবিলের শীর্ষে তারা। ফেডারেশন কাপেও পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রেখেছে কিংসরা। বি গ্রুপের প্রথম ম্যাচে ফর্টিস এফসিকে ২-০ গোলে হারানোর পর বসুন্ধরা দ্বিতীয় ম্যাচে মুক্তিযোদ্ধা সংসদ কেসিকে হারায় ৪-৩ গোলে।
আজ কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে চট্টগ্রাম আবাহনীর মুখোমুখি হয় বসুন্ধরা কিংস। ৪০ মিনিটে লিড নেয় বসুন্ধরা। কর্ণারে তৈরী হওয়া জটলায় গোল করেন তপু বর্মণ। বসুন্ধরার ১-০ গোলের লিডে শেষ হয় প্রথমার্ধের খেলা। বিরতি থেকে ফিরে ৫৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করে বসুন্ধরা কিংসকে ২-০ গোলে এগিয়ে নেন মিগেল। ম্যাচের বাকিটা সময় কোন গোল না হলে ২-০ গোলের জয় নিয়েই খেলা শেষ করে বসুন্ধরা কিংস। এই গ্রুপের অন্য ম্যাচে মুক্তিযোদ্ধা সংসদ ২-১ গোলে হারিয়েছে ফর্টিস এফসিকে।