চমক রেখে নারী বিশ্বকাপে বাংলাদেশ দল ঘোষণা

ক্রীড়া প্রতিবেদক

আসন্ন আইসিসি নারী বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ২ নভেম্বর ভারত ও শ্রীলংকায় অনুষ্ঠিত হবে নারী বিশ্বকাপ।

চূড়ান্ত দলে দিলারা আক্তার দোলা, জান্নাতুল ফেরদৌস সুমনা ও ইশমা তানজিমের স্থানে জায়গা করে নিয়েছেন উইকেটরক্ষক-ব্যাটক রুবাইয়া হায়দার ঝিলিক, অফ-স্পিনার নিশিতা আক্তার নিশি ও টপ অর্ডার ব্যাটার সুমাইয়া আক্তার। এর আগে টি২০ দলে খেলা রুবাইয়া এখনো পর্যন্ত ওয়ানডেতে সুযোগ পাননি। ব্যাট হাতে স্কোর করার পাশাপাশি উইকেটের পিছনে নিয়মিত ভাল পারফর্ম করার পুরস্কার হিসেবে তিনি বিশ্বকাপ দলে ডাক পেয়েছেন।

তরুণ প্রতিভা ১৭ বছর বয়সী নিশিতার ২০২৩ সালে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডেতে আন্তর্জাতিক অভিষেক হয়েছে। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের সাবেক অধিনায়ক সুমাইয়া গত বছর মার্চে অস্ট্রেলিয়ার বিপক্ষে একমাত্র ওয়ানডে ম্যাচ খেলেছেন। টপ অর্ডার ব্যাটিংয়ে ইতোমধ্যেই নিজের প্রতিভার জানান দিয়েছেন সুমাইয়া। এ বছর বাংলাদেশ এমার্জিং দলের হয়ে দারুন পারফর্ম করেছেন। একইসাথে ঘরোয়া আসরেও তিনি নিজেকে প্রমান করেছেন।

বাংলাদেশ স্কোয়াড : নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), ফারজানা হক, রুবাইয়া হায়দার ঝিলিক, শারমিন আক্তার সুপ্তা, সোবহানা মোস্তারি, রিতু মনি, স্বর্ণা আক্তার, ফাহিমা খাতুন, রাবেয়া খান, মারুফা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, সানজিদা আক্তার মেঘলা, নিশিতা আক্তার নিশি, সুমাইয়া আক্তার।

Related articles

Comments

Share article

Latest articles

Newsletter

Subscribe to stay updated.