ক্রীড়া প্রতিবেদক
ভারতের রাজগিরে চলমান এশিয়া কাপ হকির প্রথম ম্যাচে শক্তিশালী মালয়েশিয়ার বিপক্ষে লিড নিয়েও ৪-১ গোলে হেরেছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত জয়ে ঘুরে দাঁড়িয়েছে লাল-সবুজ জার্সিধারীরা। আজ শনিবার বিকেলে চাইনিজ তাইপের জালে গুনে গুনে ৮ গোল দিয়েছে বাংলাদেশ, পেয়েছে ৮-৩ ব্যবধানের বিশাল জয়।
চতুর্থ মিনিটে আবদুল্লাহর গোলে এগিয়ে যাওয়ার পর ছন্দপতন হয়েছিল রেজাউল করিম বাবুদের। ১০ ও ১৮ মিনিটে গোল করে তাইপেকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন দলটির সিয়েহ সুং।
পিছিয়ে পড়ার পর বাংলাদেশ ঝড়ের গতিতে আক্রমণ করতে থাকে। ২৬ মিনিটে আবদুল্লাহ নিজের দ্বিতীয় গোল করে ম্যাচ ২-২ সমতায় ফেরান। এর পর সোহানুর রহমান সবুজ ও রাকিবের জোড়া গোলে ম্যাচ নিজেদের দিকে নিয়ে আসে বাংলাদেশ।
৪৫ মিনিটে আশরাফুল, ৫৬ মিনিটে রেজাউল করিম বাবু এবং ৫৮ মিনিটে আশরাফুল গোল করলে বাংলাদেশ ব্যবধান বাড়িয়ে ৮-২ করে। শেষ মিনিটে শেং সু জেং গোল করে চাইনজ তাইপে হারের ব্যবধান কমিয়ে ৮-৩ এ আনে।
চাইনিজ তাইপেকে হারানোয় বাংলাদেশের সামনে বিশ্বকাপের বাছাই পর্বের টিকিট পাওয়ার সম্ভাবনা তৈরি হলো। এশিয়া কাপের চ্যাম্পিয়ন দল বিশ্বকাপে সরাসরি খেলবে। পরের ৫ দল পাবে বাছাই পর্বে খেলার সুযোগ।বাংলাদেশ গ্রুপের শেষ ম্যাচ খেলবে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে, ১ সেপ্টেম্বর।