চার গোল দুই লাল কার্ডের বসুন্ধরা-আবাহনী ম্যাচে কেউ জেতেনি

ক্রীড়া প্রতিবেদক

চার গোল আর দুই লাল কার্ডের ম্যাচে কেউ জয় পায়নি। বসুন্ধরা কিংস ও ঢাকা আবাহনীর হাই ভোল্টেজ ম্যাচ শেষ হয়েছে ২-২ গোলের সমতায়। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে আজ বসুন্ধরা কিংস অতিথি হয়ে গিয়েছিল ঢাকা আবাহনীর ঘরের মাঠ সিলেট জেলা স্টেডিয়ামে। বেশ জমে উঠেছিল ম্যাচ।

১৫ মিনিটে গোলের দারুণ এক সুযোগ নষ্ট হয় ঢাকা আবাহনীর। রাফায়েলের ক্রস থেকে হেড নিয়েছিলেন ডরিয়েলটন। কিন্তু জিকোর কাছে তা প্রতিহত হয়।
২০ মিনিটে লিড নেয় ঢাকা আবাহনী। ‌ বাঁ পায়ে দারুণ এক গোল করেন ড্যানিয়েল কলিন্ড্রেস। পিছিয়ে থাকা বসুন্ধরা কিংস বড় ধাক্কা খায় ম্যাচের ২৭ মিনিটে। ১০ জনের দলে পরিণত হয় কিংসরা। ইমন মাহমুদকে হাত দিয়ে আঘাত করায় সরাসরি লাল কার্ড দেখেন সোহেল রানা। ইমন মাহমুদকে দেখানো হয় হলুদ কার্ড।

৩৭ মিনিটে আবারও গোলের চেষ্টায় ছিলেন ড্যানিয়েল কলিন্ড্রেস। বাঁ পায়ে জোরালো শট নিলেও প্রস্তুত ছিলেন বসুন্ধরার গোলকিপার আনিসুর রহমান জিকো। ৪৩ মিনিটে জিকোর হাত থেকে বল ফসকে গেলেও সুযোগ কাজে লাগাতে পারেনি ঢাকা আবাহনী। প্রথমার্ধের খেলা শেষ হওয়ার আগে ১০ জনের দলে পরিণত হয় ঢাকা আবাহনী ও। সরাসরি লাল কার্ড দেখেন রাকিব।

৫০ মিনিটে ইব্রাহিমের ক্রস থেকে হেড নিয়েছিলেন রবসন। কিন্তু শহিদুল আলম সোহেলের কারণে আবাহনীর কোনো বিপদ হয়নি। ৫৩ মিনিটে ভালো একটা সুযোগ নষ্ট হয় বসুন্ধরার। তারিক কাজীর বাড়ানো বলে রিমনের শট চলে যায় গোলপোস্টের পাশ দিয়ে। ৬০ মিনিটে এলিটা কিংসলের পাওয়ারফুল শট জালের ঠিকানা খুঁজে পায়নি।

৬৪ মিনিটে ম্যাচে ফিরে বসুন্ধরা কিংস। গোল করেন এলিটা কিংসলে। ৬৯ মিনিটে ম্যাচে লিড নেয় বসুন্ধরা কিংস। দারুন এক গোল করেন রবসন। চেয়ে চেয়ে দেখা ছাড়া আর কিছুই করার ছিলনা শহিদুল আলম সোহেলের। তবে ৮৪ মিনিটে ম্যাচে সমতা আনে ঢাকা আবাহনী। ডরিয়েলটনের গোলে ম্যাচের স্কোর লাইন দাঁড়ায় ২-২।

৮৬ মিনিটেই আবার  এগিয়ে যেতে পারতো বসুন্ধরা কিংস ।কিন্তু সময় বেশী নেওয়ার কারণে বল জালে জড়াতে পারেন নি এলিটা কিংসলে। মিনিট খানেক পরেই সুযোগ নষ্ট করেছেন সুমন রেজা। শেষ পর্যন্ত ২-২ গোলে শেষ হয় খেলা। ১০ ম্যাচ শেষে ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষে বসুন্ধরা কিংস। সমান সংখ্যক ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে শেখ জামাল দ্বিতীয় আর ১৯ পয়েন্ট নিয়ে ঢাকা আবাহনী তৃতীয় স্থানে।

Related articles

Comments

Share article

Latest articles

Newsletter

Subscribe to stay updated.