ক্রীড়া প্রতিবেদক
পূর্ণাঙ্গ রুপ পেল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী কমিটি। গত ২৬ অক্টোবরের নির্বাচনে ২১ সদস্যের কমিটিতে ২০ জন নির্বাচিত হয়েছিলেন। সদস্য পদে দুই প্রার্থী এখলাছ উদ্দীন ও সাইফুর রহমান মনি সমান ৬১ ভোট পেয়েছিলেন। এই দুই জনের মাঝে বিজয়ী নির্ধারণ করতে আজ বাফুফে ভবনে আবার ভোট গ্রহণ হয়েছে।
১০৭ জন কাউন্সিলর ভোট দিয়েছেন। ৫৬-৫১ ভোটের ব্যাবধানে এখলাছ উদ্দীনকে হারিয়ে নির্বাচিত হয়েছেন সাইফুর রহমান মনি। চার বারের চেষ্টায় অবশেষে বিজয়ী হয়েছেন সাইফুর রহমান মনি। ফুটবলের উন্নয়নের কাজ করার কথা জানিয়েছেন তিনি।
এদিকে বাফুফের কার্যক্রম এখন পুরো দমে শুরু হচ্ছে বলে জানিয়েছেন মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু। ফুটবলকে প্রতিটি জেলায় রাখতে সব ধরনের উদ্যোগে নেয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি।