ক্রীড়া প্রতিবেদক
চীনের লিজিয়াং-এ অনুষ্ঠিত “তিয়ানইউ লিউফাং কাপ অনূর্ধ্ব ১৭ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টে রানার্স আপ হয়েছে বিএফএফ একাডেমি ফুটবল দল। আজ অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে চীনের উহান দলের কাছে ৩-০ গোলে হেরেছে বিএফএফ একাডেমি ফুটবল দল।
২০ থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত এই টুর্নামেন্টে মোট ৮টি দেশের ১৬টি দল ৪ গ্রুপে ভাগ হয়ে অংশগ্রহণ করে। টানটান উত্তেজনায় ভরা ফাইনাল ম্যাচে লড়াই করেও বাংলাদেশ দল ৩-০ গোলে পরাজিত হয়। গোলের দেখা না পেলেও পুরো ম্যাচেই আধিপত্য বিস্তার করে খেলেছে লাল সবুজের কিশোররা।
আসরে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে বিএফএফ ফুটবল একাডেমি দলের তাহসান খাঁ টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হয়ে গোল্ডেন বুট লাভ করে।

