চীনে আমন্ত্রণমূলক ফুটবল টুর্নামেন্টের ফাইনালে বাফুফে একাডেমি ফুটবল দল

ক্রীড়া প্রতিবেদক

চীনে অনূর্ধ্ব ১৭ আমন্ত্রণমূলক ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উঠছে বাফুফে একাডেমি ফুটবল দল। সেমিফাইনালে হেনান প্রাদেশিক উচ্চ বিদ্যালয় ফুটবল দলকে ৪-০ গোলে হারিয়েছে বাফুফে একাডেমি ফুটবল দল। আগামীকাল ফাইনাল ম্যাচে তাদের প্রতিপক্ষ উহান অনূর্ধ্ব ১৭ ফুটবল দল।

সেমিফাইনালে একক আধিপত্য দেখিয়েছে লাল সবুজের প্রতিনিধিরা। যার শুরুটা ১৩ মিনিটে। রায়হানুল ইসলাম রবিনের গোলে লিড নেয় বিএফএফ একাডেমি ফুটবল দল। ব্যবধান দ্বিগুন করতে অপেক্ষা মাত্র তিন মিনিটের। ১৭ মিনিটে স্কোরশিটে নাম তোলেন তাহসান খাঁ।

বিরতি যাওয়ার আগে হয় আরও এক গোল। এবার স্কোরারের নাম স্বপন হোসেন। তিন গোলে এগিয়ে থেকে বিরতি যায় বাংলাদেশ। বিরতি থেকে ফিরেও গোলের ধারায় বাংলাদেশ। ব্যবধান ৪-০ করেন মোহাম্মদ হেদায়েতুল্লাহ। বাকী সময় আর গোল না হলে ৪-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বাফুফে একাডেমী ফুটবল দল।

Related articles

Comments

Share article

Latest articles

Newsletter

Subscribe to stay updated.