চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন হতে চায় বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে দলের সামর্থ্য নিয়ে আত্মবিশ্বাসী বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তিনি জানান, চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে টুর্নামেন্টে যাবে দল। আজ মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দলের ফটোশুট শেষে এক সংবাদ সম্মেলনে শান্ত বলেন, ‘আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে কাজ করছি।’

আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে পাকিস্তান এবং সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্টে মোট আটটি দল অংশ নিবে। শান্ত আরও বলেন, ‘এই টুর্নামেন্টে অংশ নিতে যাওয়া ৮টি দলের সবাই চ্যাম্পিয়ন হওয়ার যোগ্য। আমরাও সেই আটটি দলের মধ্যে আছি। এই আটটি দলেরই সামর্থ্য আছে। আমি বিশ্বাস করি দলের লক্ষ্য পূরণের সামর্থ্য আমাদের আছে।’

২০১৭ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে খেলেছিলো বাংলাদেশ। আইসিসির ইভেন্টে এখন পর্যন্ত সেটাই টাইগারদের সেরা সাফল্য। এরপর থেকে ওয়ানডে ফরম্যাটে নিজেদেরকে অন্যতম সেরা দল হিসেবে প্রতিষ্ঠিত করে তুলে বাংলাদেশ। যদিও আইসিসির কোন ইভেন্টে ট্রফি জিততে পারেনি টাইগাররা।

Related articles

Comments

Share article

Latest articles

Newsletter

Subscribe to stay updated.