চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে কাল মুখোমুখি ভারত ও নিউজিল্যান্ড

ক্রীড়া প্রতিবেদক

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরের ফাইনালে কাল মুখোমুখি হবে ভারত ও নিউজিল্যান্ড। টানা তৃতীয়বার ফাইনালে উঠা ভারতের লক্ষ্য শিরোপা পুনরুদ্ধার করা। অন্যদিকে ২৫ বছর ধরে চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জিততে না পারার বন্ধ্যাত্ব ঘোচানোর চ্যালেঞ্জ নিউজিল্যান্ডের সামনে।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ৩টায় শিরোপা নির্ধারণী ম্যাচে মাঠে নামবে ভারত-নিউজিল্যান্ড। চলতি আসরে একই গ্রুপে ছিল ভারত ও নিউজিল্যান্ড। ৩ ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠে ভারত। ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্স-আপ হয়ে শেষ চারে জায়গা করে নেয় নিউজিল্যান্ড।

একই গ্রুপে থাকার সুবাদে টুর্নামেন্টের প্রথম পর্বেই দেখা হয়েছিল ভারত ও নিউজিল্যান্ডের। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভারত ৪৪ রানে হারিয়েছিল নিউজিল্যান্ডকে। ঐ ম্যাচে প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ২৪৯ রান করে ভারত। জবাবে ভারতের স্পিনার বরুণ চক্রবর্তীর স্পিন তোপে ২০৫ রানে অলআউট হয় নিউজিল্যান্ড। ক্যারিয়ারের দ্বিতীয় ওয়ানডে খেলতে নেমেই ৪২ রানে ৫ উইকেট শিকার করেছিলেন বরুণ।

নিউজিল্যান্ডের বিপক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল নিয়ে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা বলেন, ‘আমাদের সামনে আরও একটি ফাইনাল। টানা তিন বছর আইসিসির তিনটি ফাইনাল (ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপের পর চ্যাম্পিয়ন্স ট্রফি) খেলছি। ওয়ানডে বিশ্বকাপে ব্যর্থ হলেও টি-টোয়েন্টির শিরোপা জিতেছি। এবার লক্ষ্য চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা। গত আসরে আমরা শিরোপা জিততে পারিনি। শিরোপা পুনরুদ্ধার করাই মূল লক্ষ্য।’

অন্যদিকে ২৫ বছর ধরে শিরোপা জিততে না পারার বন্ধ্যাত্ব ঘোচাতে চায় নিউজিল্যান্ড। স্যান্টনার বলেন, ‘আমরা ২৫ বছর চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জিততে পারিনি। এবার ট্রফি জয়ের সেরা সুযোগ আমাদের সামনে। এই সুযোগ কাজে লাগাতে হবে। দলের সবাই শিরোপার জন্য মুখিয়ে আছে। আশা করি সাফল্য নিয়েই মাঠ ছাড়তে পারব।’

এখন পর্যন্ত ওয়ানডেতে ১১৯বার মুখোমুখি হয়েছে ভারত ও নিউজিল্যান্ড। এর মধ্যে ভারত ৬১বার এবং নিউজিল্যান্ড জিতেছে ৫০বার। ১ ম্যাচ টাই ও ৭টি পরিত্যক্ত হয়।

Related articles

Comments

Share article

Latest articles

Newsletter

Subscribe to stay updated.