চ্যাম্পিয়ন্স ট্রফি জিততে পারে বাংলাদেশ, বিশ্বাস করেন টাইগারদের হেড কোচ

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশ দলের হেড কোচ বিশ্বাস করেন, বাংলাদেশ আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি জিততে পারে। সিমন্স কখনই নৈরাশ্যবাদীদের তালিকায় থাকতে রাজি নন। আজ (সোমবার) মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে প্রেস কনফারেন্স হলে বাংলাদেশ দলের প্রস্তুতি, সম্ভাবনা নিয়ে কথা বলেন ক্যারিবীয় এই কোচ।

সংবাদ সম্মেলনে এক পর্যায়ে তার দিকে ছুটে গিয়েছিল এই প্রশ্ন- আপনি কি মনে করেন, বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফি জিততে পারবে? সিমন্সের উত্তর, ‘যদি বিশ্বাস না করতাম, তবে এখানে থাকতাম না। আমার মনে হয়, যখন আপনি কোনো টুর্নামেন্ট খেলতে যাবেন, সর্বোচ্চ প্রস্তুতি নিয়েই যাবেন। নির্দিষ্ট দিনে আপনি সেরা খেলাটাই খেলতে চাইবেন। আমি সবসময় সেই চেষ্টাই করি, সর্বদা দলকে সেই অবস্থাতেই দেখতে চাই। আমি মনে করি, আমরা ক্যারিবিয়ানে বেশ কিছু উন্নতি দেখিয়েছি। তাই যদি সামর্থ্য অনুযায়ী সেরা খেলাটা খেলতে পারি, তবে আমাদের ভালো সুযোগ রয়েছে।’

চ্যাম্পিয়ন্স ট্রফি হবে পাকিস্তান এবং সংযুক্ত আরব আমিরাতে ওয়ানডে ফরম্যাটে। বাংলাদেশের ক্রিকেটাররা এতদিন ছিলেন টি-টোয়েন্টি ফরম্যাটের বিপিএলে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে টাইগারদের সামনে তিন বড় প্রতিপক্ষ ভারত, পাকিস্তান এবং নিউজিল্যান্ড। এমন বড় দলগুলোর মুখোমুখি হওয়ার আগে বিপিএল কি সেরা প্রস্তুতি? সিমন্স মানছেন, হয়তো সেরা প্রস্তুতি বলা যাবে না। তবে ক্রিকেটাররা সাদা বলের মধ্যেই ছিল, তাই স্কিলের ঘাটতি থাকার কথা নয়। এখন কেবল ৫০ ওভারের মানসিকতা তৈরি করতে হবে।

Related articles

Comments

Share article

Latest articles

Newsletter

Subscribe to stay updated.