ক্রীড়া প্রতিবেদক
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি শিরোপা ধরে রাখার মিশনে স্বপ্নের মতো শুরু করলো। ফ্রান্সের পার্ক দে প্রিন্সেসে ইতালিয়ান ক্লাব আটালান্টাকে ৪-০ গোলে হারিয়েছে লুইস এনরিকে’র শিষ্যরা।
এদিকে হ্যারি কেইন যেন রীতিমত গোল মেশিনে পরিণত হয়েছেন। বায়ার্নের জার্সিতে একের পর এক গোল করেই যাচ্ছেন তিনি। বুধবার রাতেও করলেন জোড়া গোল। তার এই জোড়া গোলে চ্যাম্পিয়ন্স লিগের হাইভোল্টেজ ম্যাচে ইংলিশ প্রিমিয়ার লিগ ক্লাব চেলসিকে ৩-১ গোলে হারিয়েছে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ।
অন্য ম্যাচে ৮১ মিনিট পর্যন্ত ২-১ গোলে এগিয়েছিল লিভারপুল। এ সময় হঠাৎ গোল করে সমতায় চলে আসে অ্যাটলেটিকো মাদ্রিদ। ম্যাচ শেষ হতে যাচ্ছিলো ২-২ গোলের সমতায়। কিন্তু যোগ করা সময়ে ৯০+২ মিনিটে, কর্নার কিক থেকে ভেসে আসা বলে নাটকীয়ভাবে অ্যাটলেটিকোর জালে বল জড়িয়ে দেন লিভারপুল অধিনায়ক, দলটির ডিফেন্ডার ভিরগিল ফন ডাইক।
ডাচ তারকার অতিরিক্ত সময়ের এই গোলেই অ্যাটলেটিকো মাদ্রিদকে ৩-২ ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে শুভ সূচনা করেছে লিভারপুল।

