ক্রীড়া প্রতিবেদক
দ্বিতীয় সাউথ এশিয়ান সেস্টোবল টুর্নামেন্ট খেলতে শ্রীলংকার কলম্বোর উদ্দেশ্যে আজ দেশ ছেড়েছে ১৩ সদস্যের বাংলাদেশ দল। প্রথম সাউথ এশিয়ান সেস্টোবল টুর্নামেন্টে বাংলাদেশ নারী দল চ্যাম্পিয়ন এবং পুরুষ দল রানার্সআপ হয়েছিল। এবার শুধু মেয়েদের দল যাচ্ছে।
সাফল্যের ধারাবাহিকত এবারও ধরে রেখে চ্যাম্পিয়ন হতে চায় বাংলাদেশ। দলের লক্ষ্যের কথা জানিয়েছেন অধিনায়ক পূজা দাস। তিনি জানান বাংলাদেশ দলের প্রস্তুতি ভালো। তাই এবারও চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরতে চান তারা।
এবারের টুর্নামেন্টে স্বাগতিক শ্রীলংকা, বাংলাদেশ, পাকিস্তান, ভারত, নেপাল ও ভুটান এই ছয় দেশ অংশ নিচ্ছে। বাংলাদেশ দলের কর্মকর্তারাও চ্যাম্পিয়ন হওয়ার ব্যাপারে আশাবাদী।