জনির গোলে কম্বোডিয়াকে হারাল বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

কম্বোডিয়ার কাছে কখনও হারেনি বাংলাদেশ। সেই ইতিহাসই বজায় থাকলো। ফিফা আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে কম্বোডিয়াকে আজ ১-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। ২৪ মিনিটে মজিবুর রহমান জনি যে গোলটি করেছিলেন সেটিই বাংলাদেশকে জয় এনে দিয়েছে। এর ফলে কম্বোডিয়াকে পাঁচবার হারাল বাংলাদেশ। দু’দলের ছয়বারের দেখায় একটি ম্যাচ হয়েছে ড্র।

কম্বোডিয়া থেকে সাফল্য নিয়ে ভারতে সাফ চ্যাম্পিয়নশিপ শুরু করতে চেয়েছিল বাংলাদেশ। সাফের জন্য আপাতত আত্নবিশ্বাসের জ্বালানি পেল বাংলাদেশ। তবে বাংলাদেশ ম্যাচ জিতলেও দর্শকদের মন ভরানো খেলা খেলতে পারেনি। এই ম্যাচ দেখতে কম্বোডিয়ার অলিম্পিক স্টেডিয়ামের ৩০ হাজার টিকিটের সবই বিক্রি হয়ে গিয়েছিল। তাই কানায় কানায় পূর্ণ ছিল গ্যালারি। কিন্তু গোল বাদে বাংলাদেশ ম্যাচে আর কিছুই করে দেখাতে পারেনি। বলার মতো শুধু এটুকুই ফিফা র‍্যাংকিংয়ে ১৭৬ নাম্বারে থাকা কম্বোডিয়াকে হারিয়েছে ১৯২তম স্থানের বাংলাদেশ।

ম্যাচের শুরু থেকে কম্বোডিয়া চাপ সৃষ্টি করলেও গোলের দেখা পায়নি। উল্টো সফল হয় বাংলাদেশ। কম্বোডিয়ার সীমানায় ডান দিকে বল পেয়ে যান ফয়সাল আহমেদ ফাহিম। তিনি লম্বা যে ক্রস নেন গোলমুখে, সেই চলন্ত বলে পা লাগিয়ে দ্বিতীয় পোস্ট দিয়ে জালে বল ঠেলে দেন মজিবুর রহমান জনি। উল্লাস বাংলাদেশ দলে। ম্যাচে ফিরতে কম্বোডিয়া অনেক চেষ্টাই করেছে। সুযোগও পেয়েছিল। কিন্তু কাজে লাগাতে পারেনি। ম্যাচের শেষ দিকে দ্বিতীয় হলুদ কার্ড অর্থাৎ লাল কার্ড দেখে মাঠ ছাড়েন তারিক কাজী। শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়ে খেলা শেষ করে বাংলাদেশ দল। সাফ চ্যাম্পিয়নশিপ খেলতে আগামীকাল ব্যাঙ্গালুরুর উদ্দেশ্যে কম্বোডিয়া ছাড়ার কথা রয়েছে বাংলাদেশ দলের।

Related articles

Comments

Share article

spot_img

Latest articles

Newsletter

Subscribe to stay updated.