ক্রীড়া প্রতিবেদক
গৌহাটিতে নারী বিশ্বকাপের ম্যাচে আশা জাগিয়ে ইংলিশদের কাছে ৪ উইকেটে হেরে গেছে নিগার সুলতানা জ্যোতির দল। ২৩ বল হাতে রেখে জিতেছে ইংল্যান্ড। এর ফলে পূরণ হয়নি প্রথমবার ইংল্যান্ডকে হারানোর স্বপ্ন।
১০৩ রানে ইংল্যান্ডের ৬ উইকেট তুলে নিয়েছিলো বাংলাদেশ। এরপর আর ভুল করেনি ইংলিশরা। অভিজ্ঞ হিদার নাইট লোয়ার অর্ডারের চার্লি ডিনকে সঙ্গে নিয়ে জয় তুলে নেন। হিদার ৭৯ আর ডিন ২৭ রানে অপরাজিত থাকেন।
টস হেরে আগে ব্যাট করতে নেমে ৪৯ ওভার ৪ বলে সবকটি উইকেট হারিয়ে ১৭৮ রান করে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৬০ রান করেছেন সুবহানা। জবাবে ৪৬ ওভার এক বলে ৬ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় ইংল্যান্ড।