জয়ে শুরু চেন্নাইয়ের, ম্যাচসেরা মুস্তাফিজ

ক্রীড়া প্রতিবেদক

আইপিএলের এবারের আসরের প্রথম ম্যাচেই বাজিমাত করলেন মুস্তাফিজুর রহমান। নতুন দলের হয়ে অভিষেকেই ৪ ওভারে ২৯ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট, যা আইপিএলে তার ক্যারিয়ারসেরা। কাটার মাস্টারের এমন দুর্দান্ত অভিষেকের দিনে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে ৬ উইকেট হারিয়েছে চেন্নাই। আগুনে পারফরম্যান্সের কারণে ম্যাচসেরার পুরস্কারও উঠেছে টাইগার পেসার মুস্তাফিজুর রহমানের হাতে।

শুক্রবার চেন্নাইয়ের এমএ চিদাম্বরাম স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে টসে জিতে আগে ব্যাটের সিদ্ধান্ত নেন বেঙ্গালুরু অধিনায়ক ফাফ ডু প্লেসি। নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেটে ১৭৩ রানের সংগ্রহ গড়ে বেঙ্গালুরু। জবাবে চেন্নাই ৮ বল হাতে রেখে ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পা রাখে।

আইপিএলের প্রথম ম্যাচেই চেন্নাইয়ের একাদশে সুযোগ পেয়ে ভালোভাবেই কাজে লাগিয়েছেন মুস্তাফিজ। বেঙ্গুলারুর টপ অর্ডার একাই গুঁড়িয়ে দেন কাটার মাস্টার। নিজের প্রথম ওভারে মাত্র ৪ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। তার প্রথম শিকার ফাফ ডু প্লেসি। রাচিন রবীন্দ্রের ক্যাচ বানিয়ে বেঙ্গালুরুর অধিনায়ককে ফেরান মুস্তাফিজুর রহমান। ২৩ বলে ৩৫ রান নেন ফাফ ডু প্লেসি। ওভারের তৃতীয় বলের পর তিনি উইকেট নেন ষষ্ঠ বলে। রজত পাতিদারকে উইকেটের পেছনে উইকেটকিপার মহেন্দ্র সিং ধোনির ক্যাচ বানান মুস্তাফিজ। ৩ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি রজত।

মুস্তাফিজকে ওভার করিয়ে বোলার পরিবর্তন করেন চেন্নাইয়ের অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়। পরে ইনিংসের ১২তম ওভারে কাটার মাস্টারকে আবার ফিরিয়ে আনেন। এসে বিরাট কোহলির পর তুলে নেন ক্যামেরন গ্রিনকে। ২ ওভারে ৪ উইকেট পেতে মুস্তাফিজ রান দিয়েছেন ৭টি।

এরপর ইনিংসের ১৭ ও ১৯ তম ওভারে বল করতে আসেন মুস্তাফিজ। এই দুই ওভারে উইকেট পাননি তিনি। শেষ পর্যন্ত চার ওভারে ৩০ রান দিয়ে চার উইকেট শিকার করেন মুস্তাফিজ। এর আগে একাধিকবার তিন উইকেট নেওয়ার রেকর্ড থাকলেও এবারই প্রথম চার উইকেট পেলেন মুস্তাফিজ। এতেই গড়েছেন নিজের ব্যক্তিগত সেরা আইপিএল বোলিংয়ের রেকর্ড। ২০ ওভারে শেষমেশ ৬ উইকেটে ১৭৩ রান করে থামে বেঙ্গালুরু। শেষ ৮ ওভারে তারা তোলে ৯৮ রান। ৫০ বলে ৯৫ রানের জুটি গড়ে নিজেদেরকে ম্যাচে রাখেন দীনেশ কার্তিক ও অনুজ রাওয়াত। ২০১৬ সাল থেকে আইপিএলে খেলছেন মুস্তাফিজ। এখন পর্যন্ত ৫১ উইকেট শিকার করেছেন তিনি।

রান তাড়া করতে নেমে খুব একটা বেগ পোহাতে হয়নি চেন্নাইকে। ওপেনিংয়ে ১৫ বলে ৩ চার ও ৩ ছক্কায় ৩৭ রান করে দারুণ শুরু এনে দেন রবীন্দ্র। এরপর ছোট ছোট ব্যক্তিগত ইনিংসে সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায় চেন্নাই। আজিঙ্কা রাহানে ২৭ রান ও ড্যারিল মিচেল ২২ রানে আউট হওয়ার পর বাকি কাজটা সারেন শিভাম দুবে ও রবীন্দ্র জাদেজা। দুবে ২৮ বলে ৩৪ ও জাদেজা ১৭ বলে ২৫ করে অপরাজিত থাকেন। বেঙ্গালুরুর হয়ে দুটি উইকেট নেন ক্যামেরুন গ্রিন।

চেন্নাই আইপিএলে মুস্তাফিজের পঞ্চম দল। ভিন্ন পাঁচ দলের হয়ে খেলে এই প্রথম ৪ উইকেট পেলেন মুস্তাফিজ। আগের সেরা বোলিং ছিল ১৬ রানে ৩ উইকেট, ২০১৬ সালে তার প্রথম আসরে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে। বাংলাদেশের কোনো ক্রিকেটারেরও আইপিএলে এটি সেরা বোলিং। সাকিব আল হাসানের সেরা বোলিং ফিগার-১৭ রানে ৩ উইকেট।

Related articles

Comments

Share article

Latest articles

Newsletter

Subscribe to stay updated.