ক্রীড়া প্রতিবেদক
বোলার ও ব্যাটারদের দারুণ পারফরমেন্সে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয় দিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করল পাকিস্তান ক্রিকেট দল। সিরিজের প্রথম ওয়ানডেতে পাকিস্তান ৫ উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজকে। এই জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল পাকিস্তান।
ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে প্রথম ওভারে উইকেট হারালেও এভিন লুইস, কেসি কার্টি ও অধিনায়ক শাই হোপের ব্যাটিং দৃঢ়তায় রানের চাকা ঘুরতে থাকে ওয়েস্ট ইন্ডিজের। দলীয় ২০০ রানে হোপ ফেরার পর ওয়েস্ট ইন্ডিজকে লড়াকু পুঁজি এনে দেন রোস্টন চেজ ও গুদাকেশ মোতি। ৪৯ ওভারে সব উইকেট হারিয়ে ২৮০ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। ৪টি চার ও ২টি ছক্কায় ৫৪ বলে ৫৩ রান করেন চেজ। ৩ চার ও ২ ছক্কায় ১৮ বলে ৩১ রানের ঝড়ো ইনিংস খেলেন মোতি। ৮ ওভার করে বল করে পাকিস্তানের দুই পেসার শাহিন শাহ আফ্রিদি ৫১ রানে ৪টি এবং নাসিম শাহ ৫৫ রানে ৩টি উইকেট নেন।
২৮১ রানের টার্গেট তাড়া করতে নেমে ব্যক্তিগত ৫ রানে সাজঘরে ফিরেন ওপেনার সাইম আইয়ুব। এরপর দ্বিতীয় থেকে চতুর্থ উইকেটে ১৪২ রান যোগ করেন আব্দুল্লাহ শফিক-বাবর আজম ও অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান। এরমধ্যে তৃতীয় উইকেটে ৫৫ রানের জুটি গড়ে বাবর ও রিজওয়ান। টেস্ট অধিনায়ক সালমান আঘা ২৩ রানে বিদায় নিলে দলীয় ১৮০ রানে পঞ্চম উইকেট হারিয়ে চাপে পড়ে পাকিস্তান। তখন জয় থেকে ১০১ রান দূরে পাকিস্তান।
ষষ্ঠ উইকেটে ওয়েস্ট ইন্ডিজ বোলারদের সামনে প্রতিরোধ গড়ে তুলেন অভিষিক্ত হাসান নাওয়াজ ও ছয় বছর পর দলে ফেরা হুসেন তালাত। তাদের ৭৪ রানের জুটিতে শেষ ৩ ওভারে জয়ের জন্য ২৭ রান দরকার ছিল পাকিস্তানের।
শেষ পর্যন্ত ৭০ বলে ১০৪ রানের অবিচ্ছিন্ন জুটিতে ৭ বল বাকী থাকতে পাকিস্তানের জয় নিশ্চিত করেন নাওয়াজ ও তালাত। ৫ চার ও ৩ ছক্কায় ৫৪ বলে অপরাজিত ৬৩ রান করে ম্যাচ সেরা হন নাওয়াজ। ৪টি বাউন্ডারি ও ১টি ওভার বাউন্ডারিতে ৩৭ বলে ৪১ রানের অনবদ্য ইনিংস খেলেন তালাত। একই ভেন্যুতে আগামীকাল দ্বিতীয় ওয়ানডে খেলতে নামবে দু’দল।