জয় দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু বাংলাদেশের

ক্রীড়া প্রতিবেদক

মাহেদী হাসানের অলরাউন্ড নৈপুণ্যে সিরিজের প্রথম টি টোয়েন্টি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৭ রানে হারিয়েছে বাংলাদেশ। কিংস টাউনে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় ওয়েস্ট ইন্ডিজ। ব্যাটিংয়ে নেমে ব্যার্থ বাংলাদেশের ওপেনিং জুটি। দলীয় ১৫ রানে তানজিদ হাসান আউট হয়েছেন। ৬ রান করেন তানজিদ। বাংলাদেশের বিপদ আরো বাড়িয়েছেন অধিনায়ক লিটন দাস। তিনি আসলেন আর গেলেন। প্রথম বল খেলেই আউট লিটন। ১৫ রানে ২ উইকেটের পতন।

তবে ভিন্ন মেজাজে ছিলেন আরেক ওপেনিং ব্যাটার সৌম্য সরকার। ওয়েস্ট ইন্ডিজের বোলারদের উপর আক্রমণাত্মক হয়ে উঠেন তিনি। কিন্তু তাকে সঙ্গ দিতে পারেন নি আফিফ হোসেন। ১১ বলে ৮ রানে আউট হয়েছেন আফিফ। বাংলাদেশ তখন ৪ উইকেটে ৩০ রান। এরপর সৌম্য জাকের মিলে বাংলাদেশের ইনিংস এগিয়ে নিয়েছেন। দুজনে ৪২ বলে ৫৭ রান যোগ করেন। ২৭ বলে ২৭ রান করে আউট হয়েছেন জাকের। দুটি ছয় ও একটি চারে সাজানো ছিল তার ইনিংস।

জাকের আউট হওয়ার পর সৌম্য সরকারও ফিরে যান দ্রুত। দলীয় ৯৬ রানে সৌম্য আউট হলে পঞ্চম উইকেট হারায় বাংলাদেশ। ৩ টি ছয় ও ২ টি চারে ৩২ বল খেলে ৪৩ রান করেন সৌম্য। এরপর বাংলাদেশের ইনিংস ১৫০ রানের কাছাকাছি পৌঁছেছে শামীম হোসেনের ঝড়ো ব্যাটিংয়ের কারণে। তিন ছয় ও এক চারে ১৩ বলে ২৭ রান করে আউট হয়েছেন শামীম। বাংলাদেশের ইনিংসের তখন এক বল বাকি। মাহেদী হাসান ২৪ বলে ২৬ রানে অপরজিত থাকেন। ২০ ওভারে ৬ উইকেটে ১৪৭ রান করে বাংলাদেশ দল।

এরপর ব্যাটিংয়ে নেমে শুরুতেই চাপে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। দলীয় ২ রানেই ২ উইকেট হারায় তারা। ইনিংসের দ্বিতীয় ওভারে বোলিংয়ে এসেই সাফল্য পান তাসকিন। তার প্রথম বলেই ব্রেন্ডন কিংকে আউট করেন। এরপর ইনিংসের তৃতীয় ওভারে নিকোলাস পুরানকে সাজঘরে ফেরান মাহেদী। সেখান থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে ওয়েস্ট ইন্ডিজ। তবে দলীয় ৩৩ রানে তৃতীয় উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। ১২ বলে ২০ রান করা জনসন চার্লসকে নিজের দ্বিতীয় শিকার বানান মাহেদী।

মাহেদীর ঘূর্ণিতে বিপর্যস্ত ওয়েস্ট ইন্ডিজ। ইনিংসের সপ্তম ওভারে দুই উইকেট তুলে নেন মাহেদী। দলীয় ৩৭ রানে আন্দ্রে ফ্লেচার ও ৩৮ রানে রস্তন চেস আউট হলে বিপদে পরে ওয়েস্ট ইন্ডিজ। উইকেটের পতনের মাঝেই স্বাগতিকদের একাই পথ দেখান অধিনায়ক রভম্যান পাওয়েল। বাংলাদেশের বোলারদের উপর চড়াও হয়ে খেলতে থাকেন তিনি। দলের উইকেট পতনকেও পাত্তা দেন নি তিনি। ১৭ বলে ২২ রান করে তাকে সঙ্গ দিয়েছেন শেফার্ড। বাংলাদেশের বোলাররা ভালো করলেও পাওয়েলের কাছে অসহায় ছিল। বাংলাদেশের জয় ছিনিয়ে নিচ্ছিল সে। অবশেষে ভয়ংকর পাওয়েলকে থামান হাসান মাহমুদ। ৪ ছয় ও ৫ চারে ৩৫ বলে ৬০ রান করেন পাওয়েল। ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ তখন ১৯ ওভার ৩ বলে ৯ উইকেটে ১৩৯ রান।

ওয়েস্ট ইন্ডিজের শেষ ব্যাটার জোসেফকেও আউট করেছেন হাসান মাহমুদ। এক বল বাকি থাকতে ১৪০ রানে অল আউট হয় ওয়েস্ট ইন্ডিজ। মাহেদী হাসান ১৩ রানে নিয়েছেন ৪ উইকেট। দুটি করে উইকেট নিয়েছেন হাসান মাহমুদ ও তাসকিন আহমেদ। এছাড়া তানজিম হাসান সাকিব ও রিশাদ হোসেন পেয়েছেন ১ টি করে উইকেট। অলরাউন্ড নৈপুণ্য দেখিয়ে ম্যাচ সেরা হয়েছন মাহেদী হাসান। ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ।

Related articles

Comments

Share article

spot_img

Latest articles

Newsletter

Subscribe to stay updated.