জাতীয় ক্রিকেট দলের পেস বোলিং কোচ হলেন শন টেইট

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেস বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন অস্ট্রেলিয়ার শন টেইট। আজ (সোমবার) এক সংবাদ বিজ্ঞপ্তিতে টেইটের কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিউজিল্যান্ডের আন্দ্রে অ্যাডামসের স্থলাভিষিক্ত হচ্ছেন সাবেক অসি পেসার ।

৪২ বছর বয়সী টেইট নভেম্বর ২০২৭ পর্যন্ত বিসিবির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন এবং চলতি মাসের শেষের দিকে দলের সঙ্গে যুক্ত হবেন বলে জানা গেছে। টেইট এর আগে পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ (টেস্ট দল) এবং আফগানিস্তান জাতীয় দলের বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি বিপিএল, পিএসএল, এলপিএল, বিগ ব্যাশ লিগ এবং ইংলিশ কাউন্টি ক্রিকেটে কোচিংয়ের অভিজ্ঞতা অর্জন করেছেন।

সর্বশেষ বিপিএলে চিটাগাং কিংস দলের হেড কোচ হিসেবে কাজ করেন টেইট এবং ২০১২-১৩ মৌসুমে ওই দলের হয়ে খেলেও ছিলেন। টেইট আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে অন্যতম দ্রুতগতির বোলার হিসেবে পরিচিত। তিনি ২০০৭ সালে অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন এবং অস্ট্রেলিয়ার হয়ে তিন ফরম্যাটে ৫৯টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন।

Related articles

Comments

Share article

Latest articles

Newsletter

Subscribe to stay updated.