জাতীয় যুব আরচ্যারী প্রতিযোগিতায় বিকেএসপির শ্রেষ্ঠত্ব

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপির শ্রেষ্ঠত্বের মধ্য দিয়ে শেষ হয়েছে তীর ৭ম জাতীয় যুব আরচ্যারী প্রতিযোগিতা। টুর্নামেন্টের তিন ক্যাটাগরির ২১ টি স্বর্ণের মধ্যে ১৯ টি জিতেছে তারা। মোট ৩৪ টি পদক জিতেছে বিকেএসপি। বাকি দুটি স্বর্ণের একটি বাংলাদেশ আনসার ও অন্যটি নড়াইল জেলা ক্রীড়া সংস্থা জিতেছে।

গত বুধবার শুরু হয় যুব আরচ্যারী প্রতিযোগিতা। এবারের প্রতিযোগিতায় দেশের বিভিন্ন জেলা, ক্লাব, প্রতিষ্ঠান ও সার্ভিসেস সংস্থাসহ ১৪ টি দল থেকে পুরুষ ৭১ জন ও মহিলা ৭২ জন সহ মোট ১৪৩ জন আরচ্যার অংশ নেয়। অনুর্ধ্ব-১৫, ১৮ ও ২১ এই তিন ক্যাটাগরিতে মোট ২১ টি ইভেন্টে প্রতিযোগিতা হয়েছে। ২১টি গোল্ড, ২১টি সিলভার ও ২১টি ব্রোঞ্জ মেডেলের জন্য লড়াই করেছেন আরচ্যাররা।

খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরচ্যারী ফেডারেশনের সভাপতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোঃ মোখলেস উর রহমান। আরও উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড আরচ্যারী এশিয়ার ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট ও বাংলাদেশ আরচ্যারী ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল, আরচ্যারী ফেডারেশনের সাধারণ সম্পাদক তানভীর আহমেদ, কার্যনির্বাহী কমিটির সদস্য রুবায়েদ আহমেদ।

Related articles

Comments

Share article

Latest articles

Newsletter

Subscribe to stay updated.