জাতীয় অ্যাথলেটিকসে পদক তালিকার শীর্ষে নৌবাহিনী

ক্রীড়া প্রতিবেদক

শেখ কামাল জাতীয় অ্যাথলেটিকসের দ্বিতীয় দিন শেষে ১৪টি স্বর্ণ পদক নিয়ে তালিকার শীর্ষে বাংলাদেশ নৌবাহিনী। আজ ১২টি ইভেন্টের সমাপ্তি হয়। ১১০মি: ও ১০০মিঃ হার্ডেলসে স্বর্নপদক জিতেছেন নৌবাহিনীর মাসুদ খান ও তামান্না আক্তার।দ্রুততম মানবের মুকুট হারালেও লংজাম্পে স্বর্ণ ধরে রেখেছেন এম ইসমাইল। প্রতিযোগিতার সমাপনী আগামীকাল বিকাল ৪টায়।

বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে তিনদিন ব্যাপী প্রতিযোগিতার আজ ২য় দিন সকাল ৬টায় ২০ কিঃ মিঃ হাঁটা ইভেন্ট দিয়ে শুরু হয়। ১০০মিঃ হার্ডেলস মহিলা ইভেন্টে স্বর্ণ পদক জয় করেন নৌবাহিনীর তামান্না আক্তার। তিনি সময় নেন ১৪.৭৯ সেকেন্ড। ৫.৬৬মিটার দূরত্ব অতিক্রম করে লংজাম্প মহিলা ইভেন্টে স্বর্ণ পদক জিতেন বিমানবাহিনীর সোনিয়া আক্তার। জ্যাভলিন থ্রো পুরুষ ইভেন্টে স্বর্ণ পদক পান বাংলাদেশ সেনাবাহিনীর আহাদ আলী। তিনি ৬১.৪৮মিটার দূরত্ব অতিক্রম করেন।

১১০মিটার হার্ডেলস পুরুষ ইভেন্টে স্বর্ণ পদক পেয়েছেন নৌবাহিনীর মসিুদ খান। তিনি সময় নেন ১৫.০৭সেকেন্ড। ১০০মিটার স্প্রিন্টে দ্রুততম মানবের মুকুট গতকাল হারালেও লংজাম্প পুরুষ ইভেন্টে স্বর্ণ পদক জিতেছেন নৌবাহিনীর এম ইসমাইল। তিনি ৭.২৬মিটার দূরত্ব অতিক্রম করেন। ৪০০মিটার পুরুষ ইভেন্টে স্বর্ণ পদক অর্জন করেন সেনাবাহিনীর নাজিমুল হোসেন রনি। আর মেয়েদের এই ইভেন্টে স্বর্ণ পদক পেয়েছেন নৌবাহিনীর সাবিহা আল সোহা। আর  পোল্টভল্ট ইভেন্টে স্বর্ণ পদক পেয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর মোঃ আবু বকর সিদ্দিক। তিনি ৪.১৫মিটার উচ্চতা লাফিয়েছেন। 

দুই দিনে মোট ২৫টি ইভেন্ট সম্পন্ন হয়েছে। ১৪ টি স্বর্ণ, ৯ টি রৌপ্য ও ৮ টি ব্রোঞ্জসহ মোট ৩১টি পদক নিয়ে বাংলাদেশ নৌবাহিনী পদক তালিকার শীর্ষে অবস্থান করছে।  ৮ টি স্বর্ণ, ১৩ টি রৌপ্য এবং ৭ টি ব্রোঞ্জসহ মোট ২৮ টি পদক নিয়ে ২য় স্থানে বাংলাদেশ সেনাবাহিনী। আর ১ টি স্বর্ণ, ২টি রৌপ্য, ২ টি ব্রোঞ্জ সহ মোট ৫টি পদক নিয়ে ৩য় স্থানে আছে বাংলাদেশ আনসার ও ভিডিপি।

Related articles

Comments

Share article

spot_img

Latest articles

Newsletter

Subscribe to stay updated.