জাতীয় নারী ফুটবলে ফরিদপুর ও রাজশাহীর বড় জয়

ক্রীড়া প্রতিবেদক

জেএফএ অনূর্ধ্ব-১৪ জাতীয় নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে আজ তিনটি ভেন্যুতে ছয়টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। মাদারীপুরে জয় পেয়েছে ফরিদপুর ও নারায়ণগঞ্জ। স্বর্ণার হ্যাটট্রিকে ফরিদপুর ৬-০ গোলে হারিয়েছে স্বাগতিক মাদারীপুরকে। বাকি তিন গোলের দু’টি তামান্না ও একটি ফাতেমা করেন। এই ভেন্যুর অন্য ম্যাচে নারায়ণগঞ্জ ৫-০ গোলে হারিয়েছে পটুয়াখালিকে। আফরোজা দু’টি এবং তাহসিন ও জিনিয়া একটি করে গোল করেন। বাকি গোলটি ছিল আত্নঘাতি।

শেরপুরে জয় পেয়েছে টাঙ্গাইল ও ময়মনসিংহ। টাঙ্গাইল ৪-০ গোলে হারিয়েছে নেত্রকোণাকে। টাঙ্গাইলের হয়ে হ্যাটট্রিক করেন তানজিলা হিরা। অপর গোলটি করেছেন সুরমা আক্তার। অন্য ম্যাচে ময়মনসিংহ ২-০ গোলে জয় পেয়েছে কিশোরগঞ্জের বিপক্ষে। ময়মনসিংহের দু’টি গোলই করেছেন মিমি।

রাজশাহীতে জয় পেয়েছে নঁওগা ও স্বাগতিক রাজশাহী। নঁওগা ১-০ গোলে হারিয়েছে জয়পুরহাটকে। একমাত্র গোলটি করেছেন প্রতিমা। আর রাজশাহী ৬-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে নাটোরকে। রাজশাহীর দু’টি গোল করেছেন মিরা খাতুন। আর একটি করে গোল করেন শাহীনা, কর্ণফুলী, অনুমিতা ও বিশাখা।

Related articles

Comments

Share article

Latest articles

Newsletter

Subscribe to stay updated.