ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা আজ রাতে ঢাকায় এসে পৌছেছেন। জামাল ভুইয়াদের নতুন এই কোচকে ১১ মাসের জন্য নিয়োগ দিয়েছে ফুটবল ফেডারেশন। উয়েফা প্রো লাইসেন্সধারী স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার পেশাদার ও তৃণমূল পর্যায়ে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। এছাড়া একজন ফুটবল অ্যানালিস্ট হিসেবেও খ্যাতি আছে তার।
তবে এই প্রথম কোন জাতীয় দলের কোচের দায়িত্ব পালন করবেন তিনি। বিমানবন্দরে ক্যাবরেরা জানিয়েছেন বাংলাদেশ দলের কোচ হতে পেরে খুশী তিনি। ‘অবশেষে বাংলাদেশে এসে পৌছালাম। আমি খুব খুশি। খুব শিগগিরই ফুটবলারদের সঙ্গে দেখা করতে চাই’।
আগামী ২৪ ও ২৭ জানুয়ারি ইন্দোনেশিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশের। ঐ ম্যাচ দুটিতে ক্যাবরেরার কোচের দায়িত্ব পালনের কথা ছিল। জাতীয় দল নিয়ে অনুশীলনেও নেমে পড়তেন তিনি। কিন্তু করোনার টিকা জটিলতার কারণে ইন্দোনেশিয়া সফর বাতিল হয় বাংলাদেশের। তাই নতুন কোচ এখন কোন কোন বিষয় নিয়ে কাজ করবেন তা ঠিক করবে জাতীয় দল ব্যবস্থাপনা কমিটি।