ক্রীড়া প্রতিবেদক
আগের দিন দক্ষিণ কোরিয়ার সাথে পাল্লা দিয়ে লড়লেও আজ জাপানের সামনে দাঁড়াতেই পারেনি বাংলাদেশ। এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে জাপানের কাছে ৫-০ গোলে হেরেছে বাংলাদেশ। এর আগে দিনের প্রথম ম্যাচে পাকিস্তান ৩-৩ গোলে ড্র করে দক্ষিণ কোরিয়ার সঙ্গে।
মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে জাপানের বিপক্ষে প্রথম কোয়ার্টারে প্রতিরোধ গড়ে তুলেছিল বাংলাদেশ। তবে ২১ মিনিটে গোল করে এগিয়ে যায় জাপান। কেন নাগাইয়োশির পাসে গোল করেন কেনতা তানাকা। দুই মিনিট পর পেনাল্টি কর্ণার পায় জাপান। গোলরক্ষক বিপ্লবের দৃঢ়তায় বেঁচে যায় বাংলাদেশ। গোল পায়নি জাপান।
তবে ২৪ মিনিটে পেনাল্টি কর্ণার থেকে গোল করেন রাইকি ফুজিশিমা। ৩৬ মিনিটে পেনাল্টি স্ট্রোক পায় জাপান। গোল করেন কাতো রাইওসেই। ৩৭ মিনিটে পেনাল্টি কর্ণার পায় বাংলাদেশ। কিন্তু কাজে লাগাতে পারেনি। আবারো পিসি। দুটি পিসিই কাজে লাগাতে ব্যর্থ।
৪১ মিনিটে পিসি পায় জাপান। প্রথম চেষ্টায় ঠেকিয়ে দেন গোলরক্ষক বিপ্লব। ৪২ মিনিটে আবারো পিসি। কাতো রাইওসেই গোল করে ব্যবধান বাড়িয়ে নেয়। ৫৭ মিনিটে গোল করে ব্যবধান আরো বাড়িয়ে নেয় জাপান। গোল করেন সেরেন তানাকা। এর ফলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে জাপান। আগামীকাল বাংলাদেশ তাদের শেষ ম্যাচ খেলবে পাকিস্তানের বিপক্ষে।