ক্রীড়া প্রতিবেদক
এশিয়া কাপে ষষ্ঠ স্থান নিশ্চিত করেই বিশ্বকাপ বাছাইপর্বের টিকিট পাওয়ার স্বপ্ন দেখছিল বাংলাদেশ। তবে বাইলজ পরিবর্তনের কারণে সেই সরাসরি সুযোগ আর থাকল না। এখন প্লে-অফে নামতে হবে পাকিস্তানের বিপক্ষে।
রোববার ভারতের রাজগিরীতে পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে জাপানের বিপক্ষে খেলতে নামে বাংলাদেশ হকি দল। ম্যাচে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে জাপান। শেষ পর্যন্ত ৬-১ গোলের বড় ব্যবধানে হেরে ষষ্ঠ স্থানেই থাকলো বাংলাদেশ। এদিকে জাপান পঞ্চম হয়ে সরাসরি বিশ্বকাপ বাছাইয়ে খেলার যোগ্যতা অর্জন করেছে।
এশিয়ান হকি ফেডারেশনের সিদ্ধান্ত অনুযায়ী ষষ্ঠ দলকে প্লে-অফ খেলতে হবে। তাই এখন পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ খেলতে হবে বাংলাদেশকে। যদিও সিরিজের ভেন্যু ও সময় এখনো ঠিক করেনি এশিয়ান হকি ফেডারেশন। এশিয়া কাপে শেষ মুহূর্তে পাকিস্তানের পরিবর্তে খেলার সুযোগ পেয়েছিল বাংলাদেশ। সেই পাকিস্তানের বিপক্ষেই এখন বিশ্বকাপ বাছাইয়ের ভাগ্য নির্ধারণী লড়াইয়ের অপেক্ষা।