ক্রীড়া প্রতিবেদক
জ্যামাইকা টেস্টে দারুন একটা দিন পার করেছে বাংলাদেশ দল। বোলারদের তৈরি করে দেওয়া সুযোগ কাজে লাগিয়ে এবার বড় লক্ষ্যেই ছুটছেন টাইগার ব্যাটাররা। সাদমান-মিরাজদের দুরন্ত ব্যাটিংয়ে তৃতীয় দিন শেষে ২১১ রানের লিড নিয়েছে বাংলাদেশ।
দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সংগ্রহ এখন পর্যন্ত ৫ উইকেট ১৯৩ রান। ক্রিজে আছেন দুই অপরাজিত ব্যাটার জাকের আলী অনিক এবং তাইজুল ইসলাম। ২৯ রানে ক্রিজে অপরাজিত জাকের আলী। ৯ রানে অন্য প্রান্ত আগলে রেখেছেন তাইজুল ইসলাম। ষষ্ঠ উইকেটে দুজনে ৪৭ বলে ২০ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে মাঠ ছাড়েন।
প্রথম ইনিংসে বাংলাদেশ ১৬৪ রানে অলআউট হয়েও দুর্দান্ত বোলিংয়ে স্বল্প পুঁজি নিয়ে লড়াই জমিয়ে তুলে বোলাররা। ওয়েস্ট ইন্ডিজকে অলআউট করে দেয় ১৪৬ রানে। তাতে ১৮ রানের লিড পায় টাইগাররা। নাহিদ রানার নেতৃত্বে ক্যারিবীয় ব্যাটিং লাইন আপে ধস নামায় বাংলাদেশ। এই গতি দানব একাই তুলে নেন পাঁচ উইকেট। তার প্রথম ফাইফারে দিশেহারা স্বাগতিকরা ভালো শুরুর পরও তাই শেষ পর্যন্ত মুখ থুবড়ে পড়ে। ৬১ রানে পাঁচ শিকার করেন রানা। ইনিংসে নাহিদের পাঁচ শিকারের পাশাপাশি হাসান মাহমুদ নেন দুই উইকেট। একটি করে উইকেট ঝুলিতে পোরেন মিরাজ, তাসকিন ও তাইজুল।