ক্রীড়া প্রতিবেদক
জয়ের ধারা অব্যাহত রাখার লক্ষ্য নিয়ে আগামীকাল মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ের মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টায়।চট্টগ্রামে অনুষ্ঠিত সিরিজের প্রথম তিন ম্যাচ জিতে ইতোমধ্যেই পাঁচ ম্যাচের সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ।
সিরিজের শেষ দুই ম্যাচের জন্য অলরাউন্ডার সাকিব আল হাসান এবং ইনফর্ম পেসার মুস্তাফিজুর রহমান দলে ফেরায় আরো বেশি শক্তিশালী হয়েছে বাংলাদেশ। ইনজুরি থেকে সুস্থ হওয়ায় শেষ দুই ম্যাচের জন্য সাকিব-ফিজের সাথে দলে ফিরেছেন সৌম্য সরকারও।
সিরিজ জয় নিশ্চিত হলেও চতুর্থ ম্যাচ নিয়ে বাংলাদেশ সতর্ক বলে জানালেন পেসার তাসকিন আহমেদ। জিম্বাবুয়ের বিপক্ষে মোটেই আত্মপ্রসাদে ভুগতে রাজি নয় টাইগাররা। তার মতে, জিম্বাবুয়ের বিপক্ষে জয় তাদেরকে কোন কৃতিত্ব দিবে না, কিন্তু হেরে গেলে সমালোচনা শুনতে হবে।
আজ ম্যাচের আগে এক সংবাদ সম্মেলনে তাসকিন বলেন, ‘আমরা নিশ্চিন্তে থাকতে পারছি না। আমরা জিতলে কোন কৃতিত্ব পাবো না, কিন্তু আমরা হেরে গেলে সবাই বলবে জিম্বাবুয়ের কাছে হেরেছে এবং আমাদের নিয়ে সমালোচনা করা হবে।’
তাসকিন জানান, দলের মূল লক্ষ্য টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য প্রস্তুতি নেওয়া। তিনি বলেন, ‘আমাদের মূল লক্ষ্য বিশ্বকাপ। আমরা যেখানেই খেলি না কেন আমাদের কাজ হল নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করা। কিন্তু আপনাকে বুঝতে হবে- কন্ডিশন, প্রতিপক্ষ, আমরা কোন দলের বিপক্ষে খেলছি, কোথায় খেলছি, কি কি বিষয় আমাদের নিয়ন্ত্রের বাইরে আছে। খেলোয়াড় হিসেবে যেখানেই খেলি, আমরা সেরাটা দিয়ে থাকি। এমনকি ডিপিএলেও যখন খেলি, আমরা ভালো খেলার চেষ্টা করি।’