ক্রীড়া প্রতিবেদক
জুনিয়র এশিয়া কাপ হকিতে নিজেদের দ্বিতীয় ম্যাচে হেরেছে বাংলাদেশ। মালয়েশিয়ার কাছে ৫-১ গোলে হেরেছে প্রিন্স, আমিরুলরা। মালয়েশিয়া পাঁচ গোলের চারটিই করেছে পেনাল্টি কর্ণার থেকে। এশিয়া কাপে বাংলাদেশের শুরুটা দারুণ হলেও দ্বিতীয় ম্যাচে আর সেই ছন্দ দেখা যায়নি। প্রথম ম্যাচে স্বাগতিক ওমানকে ২-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ।
ওমানের সালালায় অনুষ্ঠিত ম্যাচে ৮ মিনিটেই এগিয়ে যায় মালয়েশিয়া। গোল করেন শফিক। ১৩ মিনিটে পেনাল্টি কর্ণার থেকে ব্যবধান দ্বিগুণ করেন ইরফান। এক মিনিট পর আবারও পেনাল্টি কর্ণার পায় মালয়েশিয়া। এবার স্কোরশিটে নাম লেখান নাইম। তিন গোলে পিছিয়ে পড়ায় ম্যাচ থেকেই ছিটকে যায় বাংলাদেশ।
তবে ৩৭ মিনিটে বাংলাদেশ এক গোল শোধ করে। পেনাল্টি কর্ণার থেকে গোল করেন মোহাম্মদ আব্দুল্লাহ। ৪৩ মিনিটে আবারও গোল হজম করে বাংলাদেশ। দলের চতুর্থ ও নিজের দ্বিতীয় গোল করেন ইরফান। এরপর ৫৯ মিনিটে নিজের তৃতীয় গোল করেন ইরফান। আর ৫-১ গোলের জয় নিয়ে খেলা শেষ করে মালয়েশিয়া। বাংলাদেশ তাদের তৃতীয় ম্যাচ খেলবে আগামীকাল উজবেকিস্তানের বিপক্ষে। উজবেকিস্তান প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে ৮-১ গোলে ও দ্বিতীয় ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ৬-১ গোলে হেরেছে।