ক্রীড়া প্রতিবেদক
জয় দিয়ে আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজর শুরু করতে চায় বাংলাদেশ। মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগামীকাল মুখোমুখি হবে দুই দল। বিকেল ৩টায় শুরু ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে বেসরকারী টেলিভিশন গাজী টিভি ও টি স্পোর্টস।
বন্দর নগরী চট্টগ্রামে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে বাংলাদেশ। তবে আফগানিস্তানের বিপক্ষে জয় দিয়ে টি-২০ সিরিজ শুরু করাটা যে কঠিন হবে তা বেশ ভাল ভাবেই জানে টাইগাররা। এছাড়া ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ জিতে আত্নবিশ্বাস ফিরে পেয়েছে আফগানিস্তান। এছাড়া সংক্ষিপ্ত ভার্সনে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের অতীত রেকর্ডও খুব একটা সুখকর নয়। এর আগে ছয়বারের মোকাবেলায় বাংলাদেশ মাত্র দু’টিতে জয় পেয়েছে। বাকী চারটিতেই হেরে গেছে। আবার আফগানিস্তানের হোম ভেন্যু হিসেবে ভারতের হায়দ্রাবাদে ২০১৮ সালে অনুষ্ঠিত তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশও হয়েছিল টাইগাররা।
সর্বশেষ একটি ত্রিদেশীয় সিরিজে পরস্পরের মোকাবেলা করেছে বাংলাদেশ ও আফগানিস্তান। ২০১৯ সালে বাংলাদেশে অনুষ্ঠিত সিরিজের তৃতীয় দল হিসেবে অংশ নেয় জিম্বাবুয়ে। দুই লেগের ওই সিরিজের প্রথম ম্যাচে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তান বাংলাদেশের বিপক্ষে ২৫ রানে জয়লাভ করলেও চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ফিরতি লেগে চার উইকেটে পরাজিত হয়। শেষ পর্যন্ত এই দুই দল ফাইনাল নিশ্চিত করলেও বৃষ্টির কারণে ম্যাচটি পরিত্যক্ত হলে যৌথ চ্যাম্পিয়ন ঘোষনা করা হয় দুই দলকে।
সেই হিসেবে এই ফর্মেটের সর্বশেষ ম্যাচে বাংলাদেশ জিতলেও মিরপুরে সর্বশেষ ম্যাচে জয়ের রেকর্ড আছে আফগানদের। এই ভেন্যুতে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মত শক্তিশালী দলের বিপক্ষে জয়লাভ করলেও পাকিস্তানের বিপক্ষে গত বছর নভেম্বরে অনুষ্ঠিত সিরিজে হোয়াইট ওয়াশ হয়েছে বাংলাদেশ।আর তাই চট্টগ্রামে ওয়ানডে সিরিজ জিতলেও মিরপুরে টি-২০ সিরিজটি কঠিন হতে পারে বাংলাদেশ দলের জন্য।