জয় দিয়ে স্বাধীনতা কাপ শুরু করলো শেখ রাসেল ক্রীড়া চক্র। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে তারা উত্তর বারিধারাকে হারিয়েছে ১-০ গোলে। ম্যাচে প্রাধান্য বিস্তার করে খেলে গোলের অনেক সুযোগ তৈরী করলেও একবারের বেশি জালের ঠিকানা খুজে পায়নি শেখ রাসেল কেসি।
কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই উত্তর বারিধারাকে চাপে রাখার চেষ্টা করে শেখ রাসেল ক্রীড়া চক্র। প্রথমার্ধে বেশ কয়েকটি সুযোগও তৈরী করে শেখ রাসেল। তবে ৩৩ মিনিটে দারুণ এক সুযোগ নষ্ট করেন শেখ রাসেলের মোহাম্মদ জুয়েল। মান্নাফ রাব্বীর ক্রস থেকে একদম ফাকা পোস্ট পেয়েও বল জালে জড়াতে পারেন নি জুয়েল।
৪৪ মিনিটে নিশ্চিত গোলের সুযোগ নষ্ট করেছেন শেখ রাসেলের মান্নাফ রাব্বী। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড এইলটন আস্তে করে যে বলটা বাড়িয়ে দিয়েছিলেন তাতে একদম গোলমুখে থেকেও বল গোলকিপারের গায়ে মারেন রাব্বি। গোলশুন্যভাবে শেষ হয় প্রথমার্ধের খেলা।
তবে ৫৮ মিনিটে ম্যাচে লিড নেয় শেখ রাসেল। তাদের পর্তুগীজ ফরোয়ার্ড ইসমাইল তাবারেজের শট একদম গোলমুখে ঢুকে গিয়েছিল যেখানে শেষ টাচটা করেছেন মান্নাফ রাব্বী।
৭০ মিনিটে শেখ রাসেলের দ্বিতীয় গোল হতে হতেও হয়নি। জুয়েলের কর্ণার থেকে হেড নিয়েছিলেন এইলটন মাসাদো। গোল লাইন থেকে তা সেভ করেন উত্তর বারিধারার জুবায়ের রহমান। ৮৮ মিনিটে আবারও ভালো একটা সুযোগ নষ্ট হয় শেখে রাসেলের। প্রথম চেষ্টা বারিধারার গোলকিপার সাইফুল ইসলাম প্রতিহত করলেও ফিরতি বলে শট নিয়েছিলেন ইসমাইল তাবারেস। সাইড পোস্টের পাশ দিয়ে বল মাঠের বাইরে চলে যায়।
গোল পরিশোধের সুযোগ পেয়েছিল উত্তর বারিধারা। কিন্তু কাজে লাগাতে পারেনি। তাই শেখ রাসেলের ১-০ গোলের জয়ে শেষ হয় স্বাধীনতা কাপের উদ্বোধনী ম্যাচ।